Vaibhav Suryavanshi: ৩১ বলে ৮৬ রান! ইংরেজ বোলারদের বিরুদ্ধে ভয়ঙ্কর মেজাজে ১৪ বছরের ভারতীয় ক্রিকেটার
Ind vs Eng U19: বিধ্বংসী ইনিংস খেলে চলেছে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (vaibhav suryavanshi) । ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ছন্দে ।

নর্দাম্পটন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লড়াই করচে ভারতের সিনিয়র দল । হেডিংলে টেস্টে হেরে গিয়েছে ভারত । সিরিজে ০-১ পিছিয়ে শুভমন গিলরা । এজবাস্টনে দ্বিতীয় টেস্টে চলছে শুভমন গিলদের সমতা ফেরানোর লড়াই ।
তবে সেই একই সময়ে ইংল্যান্ডের মাটিতে দুরন্ত ছন্দে ভারতের অনূর্ধ্ব ১৯ দল । বিধ্বংসী ইনিংস খেলে চলেছে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (vaibhav suryavanshi) । ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ছন্দে । প্রথম দুটি ম্যাচে ভাল শুরু করেছিল বৈভব । বুধবার তৃতীয় ম্যাচেও ঝোড়ো ব্যাটিং করে ৮৬ রান করল । মাত্র ৩১ বলে । ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে তৃতীয় ওয়ান ডে ম্যাচটি নর্দাম্পটনে খেলা হচ্ছে, যেখানে ভারতীয় দল ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে । উল্লেখ্য, বৃষ্টির কারণে এই ম্যাচে ওভারের সংখ্যা কমিয়ে ৪০ করা হয়েছে । সূর্যবংশী মাত্র ২০ বলে তার অর্ধশতরান পূরণ করে ।
ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ২৬৮ রান করে । ভারতীয় দল যখন লক্ষ্য তাড়া করতে নামে, তখন অধিনায়ক অভিজ্ঞান কুণ্ডু এবং বৈভব সূর্যবংশী ইনিংস শুরু করে । কুণ্ডু মাত্র ১২ রান করে আউট হয়ে যান, তবে সূর্যবংশী ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে মারমুখী মেজাজে ব্যাট করে ।
বৈভব সূর্যবংশীর তাণ্ডব
বৈভব সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে । ম্যাচে মাত্র ৩১ বলে ৮৬ রান করে বৈভব । এই ইনিংসে তার ব্যাট থেকে ৬টি চার এবং ৯টি ছয় আসে । তার ব্যাট এমনভাবে গর্জে ওঠে যে, ২৭৭-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিহারের বিস্ময় কিশোর । সূর্যবংশী মাত্র ২০ বলে তার হাফসেঞ্চুরি পূরণ করে । ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভার শেষ হওয়ার সময় বৈভব ৬৪ রান করে ফেলেছিল ।
- 48(19) in 1st match.
— Johns. (@CricCrazyJohns) July 2, 2025
- 45(34) in 2nd match.
- 86(31) in 3rd match.
THIS IS MADNESS FROM VAIBHAV SURYAVANSHI - He needs to play for India A side soon, Remarkable consistency in U-19 level in England 🥶 pic.twitter.com/xb6eJsj4mJ
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ২৫.৩ ওভারে ২০৭/৬ । ম্যাচ জিততে আর ৮৭ বলে ৬২ রান চাই টিম ইন্ডিয়ার । ক্রিজে কণিষ্ক চৌহান ও আর এস অম্বরীশ ।




















