Ruturaj Gaikwad Record: বিজয় হাজারে ট্রফির ফাইনালে শতরান করে ইতিহাস গড়লেন রুতুরাজ
Ruturaj Gaikwad: এ বারের বিজয় হাজারে ট্রফিতেই এক ওভারে সাত ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন রুতুরাজ। মোট ৬৬০ রান করায় টুর্নামেন্ট সেরাও হন তিনিই।
আমদাবাদ: এ বারের বিজয় হাজারে ট্রফিতেই এক ওভারে সাত ছক্কা হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়েছিলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এবার শুক্রবার টুর্নামেন্টের ফাইনালেও শতরান হাঁকিয়ে দুর্দান্ত যুগ্ম রেকর্ড গড়ে ফেললেন তারকা ওপেনার। মহারাষ্ট্রের হয়ে এদিন ১৩১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন রুতুরাজ। এই শতরানের ইনিংসের দৌলতেই যুগ্ম রেকর্ড গড়ে ফেললেন তিনি।
মন্থর শুরু
এটি বিজয় হাজারে ট্রফিতে রুতুরাজের ১২তম শতরান। বিজয় হাজারেতে এর থেকে বেশি শতরান করার নজির আর কোনও ব্যাটারের নেই। আজকের শতরানের সুবাদে রবিন উথাপ্পা ও সতীর্থ অঙ্কিত বাওনেকে পিছনে ফেলে দিলেন তিনি। উথাপ্পা ও বাওনে উভয়েই বিজয় হাজারাতে ১১টি শতরান করেছেন। রুতুরাজের শতরানে ভর করেই মহারাষ্ট্র নয় উইকেটের বিনিময়ে ২৪৮ রান তোলে। শুরুটা রুতুরাজ খুবই মন্থর গতিতে করেছিলেন। ৭১ বলে শুরুতে ২৯ রানে ব্যাট করছিলেন তিনি। অর্ধশতরান পূরণ করতে ৯৬ বল খেলে ফেলেন তিনি। তবে শেষের দিকে ব্যাট হাতে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেন রুতু।
জোড়া রেকর্ড
৫০ থেকে ১০০ রানের গণ্ডি পার করতে তিনি মাত্র ২৯ বল খরচ করেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য খুব বেশি রান তুলতে পারেনি মহারাষ্ট্র। প্রসঙ্গত, এর আগে এ মরসুমের বিজয় হাজারেতে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও শতরান হাঁকিয়েছিলেন মহারাষ্ট্র অধিনায়ক। এরপর ফাইনালে এল শতরান। তিনিই প্রথম ব্যাটার হিসাবে বিজয় হাজারের কোয়ার্টার, সেমি ও ফাইনালে শতরান করলেন। তবে তা সত্ত্বেও তাঁর দলকে হারতেই হল।
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। ২০১৯-২০ সালে প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছিল সৌরাষ্ট্র। এবার ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিজয় হাজারে ট্রফিও (Vijay Hazare Trophy 2022) জিতে নিল সৌরাষ্ট্র। দলের জয়ে সবথেকে বড় অবদান প্রাক্তন কেকেআর তারকা শেল্ডন জ্যাকসনের (Sheldon Jackson)। ওপেন করতে নেমে অপরাজিত ১৩৩ রানের সুবাদে দলকে পাঁচ উইকেটে জেতালেন শেল্ডন জ্যাকসন।
2⃣2⃣0⃣* in Quarterfinal
— BCCI Domestic (@BCCIdomestic) December 2, 2022
1⃣6⃣8⃣ in Semi-final
💯 up & going strong in the #Final
What a sensational run of form this has been for Maharashtra captain @Ruutu1331! 🙌 🙌
Follow the match 👉 https://t.co/CGhKsFzC4g #VijayHazareTrophy | #SAUvMAH | @mastercardindia pic.twitter.com/jbgdg3O1Eu
সৌরাষ্ট্রের হয়ে ওপেনার জ্যাকসন শতরান করে ২৭ বল বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দেন। জ্যাকসন শতরান করে দলকে জেতানোয় তাঁকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। অবশ্য টুর্নামেন্টে মোট ৬৬০ রান করায় রুতুরাজই টুর্নামেন্ট সেরা হন।
আরও পড়ুন: নাইট প্রাক্তনীর ব্যাটে ভর করে ১৪ বছর পর বিজয় হাজারে জিতল সৌরাষ্ট্র