Viral Video: আউট হওয়ার পর বাঁশি বাজিয়ে ব্যঙ্গ, ব্যাট হাতে যুবককে মারতে ছুটলেন ব্যাটার, ভাইরাল ভিডিও
Cricket Video: ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্য়াটার আউট হওয়ার বেশ হতাশ হয়ে মাঠ ছাড়ছেন। ঠিক তখনই এক খুদে সমর্থক মাঠে ঢুকে পড়ে ওই ব্যাটারকে অনুসরণ করে ভুভুজেলা বাজাতে বাজাতে তাঁর পিছনে এগিয়ে যাচ্ছে।

নয়াদিল্লি: আম্পায়ারদের সঙ্গে বচসা, হতাশ হয়ে বাউন্ডারি রোপ বা উইকেটে আঘাত হানা, প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি, ক্রিকেট মাঠে কত কিছুই না দেখা যায়। তবে ব্যাটার আউট হওয়ার পর সমর্থকদের ব্যাট হাতে মারতে ছুটছেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় বলে তো মনে হয় না। তবে এমনই এক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে।
আন্তর্জাতিক আম্পায়ার রিচার্ড কেটেলবরো সোশ্যাল মিডিয়ায় বেশ সচল। তাঁকে প্রায়ই না না বিতর্কিত বা মজাদার ভিডিও পোস্ট করতে দেখা যায়। তিনিই সদ্য এই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্য়াটার আউট হওয়ার স্বাভাবিকভাবেই বেশ হতাশ হয়ে মাঠ ছাড়ছেন। ঠিক তখনই এক খুদে সমর্থক মাঠে ঢুকে পড়ে ওই ব্যাটারকে অনুসরণ করে ভুভুজেলা বাজাতে বাজাতে তাঁর পিছনে এগিয়ে যাচ্ছে। ব্যাটারটি প্রাথমিকভাবে কিছু না বললেও, এক সময় পর মেজাজ হারিয়ে ওই সমর্থকদের দিকে ব্যাট নিয়ে তেড়ে যায়। যদিও তাকে ব্যাটারটি আঘাত করেননি। তার আগেই সমর্থকটি দৌড়ে পালিয়ে যায়। তবে এমন অস্বাভাবিক ঘটনা, যা ২২ গজে দেখা যায় না বললেই চলে, তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
এই ভিডিওটি ঠিক কোথাকার জানা না গেলেও, এআই প্ল্যাটফর্ম গ্রোকের মতে এটি কোনও লোকাল ক্রিকেট ম্যাচের ভিডিওটি। ঠিক কোথাকার সেটা নিশ্চিত নয়, তবে গ্রোকের মতে চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে এটি কোনও পার্বত্য এলাকা। নেপাল বা কাশ্মীরের কোথাও এই ম্যাচটি খেলা হয়েছে বলে অনুমান করা যায়। তবে গোটাটাই নিশ্চিত করা কার্যত অসম্ভব বলেই ওই এআই প্ল্যাটফর্ম দাবি করে।
🚨 RARE VIDEO 🚨
— Richard Kettleborough (@RichKettle07) September 2, 2025
- The batter got out and was going toward the pavilion. A small kid did something that made the batter angry 😆
- A Must Watch Video 😅 pic.twitter.com/SYs7U2khKS
অনেক নেটিজেন আবার মজা করে এই ভিডিওটির বাচ্চার সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের বোলার দ্বিগেশ রাঠির তুলনা টেনে আনেন। রাঠি নিজের 'নোটবুক সেলিব্রেশন'-র জন্য আইপিএলে বেশ চর্চিত হন। সদ্যই দিল্লি প্রিমিয়ার লিগের এক ম্যাচে তার সঙ্গে নীতীশ রানার ঝামেলার জেরে তিনি ফের একবার শিরোনামে উঠে এসেছেন। রাঠির উইকেট নিয়ে ব্যাটারদের সেন্ড অফ করার ভঙ্গিমার সঙ্গে এই ভিডিওতে দেখতে পাওয়া সমর্থকের সেন্ড-অফের মিল খুঁজে পেয়েই এই তুলনা টেনে আনা হয়।




















