Virat Kohli: ১৬ বছরের বর্ণময় কেরিয়ারে অধরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনই এক কীর্তি গড়ার লক্ষ্যে নামবেন কোহলি
ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বিরাট কোহলি মাত্র ১২টি ইনিংস খেলে ৫২৯ রান করেছেন। রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি।

নয়াদিল্লি: তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। তবে ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলি (Virat Kohli) গত বিশ্বকাপেও ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন। ওয়ান ডেতে এখনও তিনি ভারতীয় দলের শিটে লেখা প্রথম নামগুলির অন্যতম। অজ়িভূমে চূড়ান্ত ব্যর্থতার পর ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ় খেলতে নামছে। তবে টিম ইন্ডিয়ার পরবর্তী বড় পরীক্ষা বলতে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বিরাট কোহলি তাঁর অধরা এক কৃতিত্ব নিজের নামে করার লক্ষ্যে নামবেন।
ভারতীয় দল এখনও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা না করলেও, কোহলি যে সেই দলে থাকবেন, তা কার্যত পাকা। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কোহলির এক কীর্তি গড়ার অপেক্ষা। ১৬ বছর ধরে কতই না কীর্তি গড়েছেন 'কিং কোহলি'। তাঁর নামে কতই না রেকর্ড রয়েছে। তবে দেড় দশকের কেরিয়ারে যেটা নেই, সেটা হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি। অবিশ্বাস্য লাগলেও এটা কিন্তু সত্যি। ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরির মালিক কোনওদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরানের গণ্ডিই পার করতে পারেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত বিরাট কোহলি মোট ১৩টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১২টি ইনিংসে তিনি ব্যাট করতে নেমেছেন। ১২ ম্যাচে কোহলি কিন্তু ৫২৯ রান করেছেন। এসেছে পাঁচটি অর্ধশতরানও। তবে সেঞ্চুরি আসেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর সর্বোচ্চ ৯৬ রান। বাংলাদেশের বিরুদ্ধে ২৬৬ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা ১২৩ রানের অপরাজিত ইনিংস খেললেও কোহলি ৭৮ বলে ৯৬ রানেই অপরাজিত থেকে যান। এবার সম্ভবত নিজের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই অধরা সেঞ্চুরি হাঁকানোর লক্ষ্যে থাকবেন কোহলি। আর কোহলির ব্যাট চলা মানে ভারতীয় দলের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়া।
ভারতীয় দল দুবাইতেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সবকয়টি ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউটে পৌঁছলেও মরুদেশেই আয়োজিত হবে ভারতীয় দলের ম্যাচগুলি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় দল ছয়টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। টিম ইন্ডিয়ার রেকর্ড এই মাঠে কিন্তু দুর্দান্ত। ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচেই ভারতীয় দল এই মাঠে জয় পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচই নিঃসন্দেহে এই টুর্নামেন্টের সবচেয়ে চর্চিত ম্যাচ হতে চলেছে।
চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও কিন্তু টিম ইন্ডিয়া এই মাঠে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য। পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে দুইটি ওয়ান ডে ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে ভারত। অর্থাৎ এই মাঠে ইতিহাস কিন্তু ভারতীয় দলের পক্ষেই। এবার দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির গত বারের ফাইনালিস্ট এবারে একধাপ এগিয়ে খেতাব নিজেদের ঘরে তুলতে পারেন কি না।
আরও পড়ুন: অশ্বিনের পথ অনুসরণ করে অবসরের পথে ভারতীয় ক্রিকেট দলের আর এক মহাতারকা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
