Virat Kohli: আর ভারতে নয়, অনুষ্কা ও সন্তানদের নিয়ে এবার পাকাপাকি লন্ডনেই থাকবেন বিরাট?
Virat Kohli Update: স্ত্রী অনুষ্কা ও ২ সন্তান মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে নিয়ে লন্ডনেই হয়ত পাকাপাকিভাবে থাকতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। দেশ ছাড়তে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক?
নয়াদিল্লি: দেশ ছাড়ছেন বিরাট কোহলি (Virat Kohli)। লাইনটা পড়ে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই চমকে উঠবেন। কিন্তু, এমনটাই হয়ত সত্যি হতে চলেছে। এই খবরটি দিয়েছেন স্বয়ং বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma)। স্ত্রী অনুষ্কা ও ২ সন্তান মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে নিয়ে লন্ডনেই হয়ত পাকাপাকিভাবে থাকতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা বলেন, ''ক্রিকেট ছাড়া সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসে বিরাট। ক্রিকেট ছাড়ার পরও তেমনই ভাবনা রয়েছে ওর। হয়ত স্ত্রী অনুষ্কা ও ২ সন্তানকে নিয়ে লন্ডনেই পাকাপাকিভাবে থাকতে চলেছে কোহলি। অবসরের পর বাকি জীবনটা ভারতে নয়, লন্ডনে থাকার সিদ্ধান্ত নিয়েছে কােহলি।''
এর আগেও সন্তানের জন্মের সময় লন্ডনে পাড়ি দিয়েছিলেন বিরাট। অনুষ্কা দ্বিতীয় পুত্রসন্তানের জন্মও লন্ডনেই দিয়েছিলেন। এরপরও ক্রিকেট থেকে বিশ্রাম নিলেই লন্ডন উড়ে গিয়েছিলেন বিরাট। সেখানেই অনুষ্কা ও ২ সন্তানের সঙ্গে সময় কাটিয়েছিলেন কোহলি। লন্ডনের রেস্তোঁরায় দেখা গিয়েছে বিরুষ্কাকে তাঁদের সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে। রাজকুমার বলছেন, ''লন্ডনের পরিবেশ ওর ভাল লাগে। ওখানে কেউ ওদের ডিস্টার্ব করার নেই। নিরাপত্তারক্ষীর বেষ্টনীর মধ্য়েও থাকতে হয় না ওখানে। তাই নিজেদের স্বাভাবিক জীবন কাটাতেই বিরাট হয়ত লন্ডনে পাড়ি দেবে।''
রবিচন্দ্রন অশ্বিন বুধবারই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বিরাটও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই অবসর নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াট থেকে। বিরাটও কি খুব দ্রুতই অবসর নিতে চলেছেন? তেমনটা অবশ্য মনে করেন না রাজকুমার শর্মা। তিনি বলছেন, ''আমার মনে হয় না যে কোহলির এখনও বয়স হয়েছে অবসর নেওয়ার। ও তো দারুণ ফিট। আরও চার-পাঁচ বছর হেসেখেলে খেলে দিতে পারে বিরাট। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপও খেলবে বলেই আমি আশাবাদী। ওর যখন ১০ বছর বয়স তখন থেকেই তাে আমি বিরাটকে চিনি। রোজই কথা হয় প্রায় ওর সঙ্গে। তাই আমি আশাবাদী যে আরও কয়েকটা বছর নিশ্চিত ও খেলবে দেশের জার্সিতে।''
অশ্বিনের অবসর নেওয়ার পর নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন, ''প্রায় ১৪ বছর আমি আর তুমি একসঙ্গে খেলেছি। যখন তুমি আমাকে আজ অবসরের কথা জানিয়েছিলে, তখন আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। চোখের সামনে ভেসে আসছিল একসঙ্গে খেলা নানা মুহূর্তের ছবি। তোমার সঙ্গে খেলা প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। তোমার স্কিল ও ম্য়াচ উইনিং পারফরম্য়ান্সের সঙ্গে কোনও কিছুর তুলনা হবে না। ভারতীয় ক্রিকেট সবসময় তোমাকে কিংবদন্তি হিসেবেই মনে রাখবে। পরিবারের সঙ্গে ভাল করে সময় কাটাও এবার। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অ্য়াশ।''