Virat Kohli: ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার নাগাড়ে দুই ম্যাচে শূন্য রানে আউট কোহলি, শুরু অবসর জল্পনা
IND vs AUS: অ্যাডিলেডে বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি। সেখানেও তিনি রান করতে ব্য়র্থ।

অ্যাডিলেড: সিরিজ়ের প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি। তবে আশা ছিল অ্যাডিলেড ওভালে বিরাট কোহলির (Virat Kohli) ভাগ্য বদলাবে। এটা যে তাঁর অন্যতম প্রিয় মাঠ। এই মাঠে বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন তিনিই। তবে সেই মাঠেও ভাগ্য বদলাল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও (IND vs AUS 2nd ODI) শূন্য রানে আউট হলেন কোহলি।
শুভমন গিল আউট হতে প্রবল জনগর্জণের মাঝে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তবে একই ওভারে মাত্র চার বল খেলে খাতা খোলার আগেই ফের সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। এর আগে নিজের বর্ণময় ওয়ান ডে কেরিয়ারে কোনদিনও পরপর ম্যাচে শূন্য রানে আউট হননি কোহলি। তাঁর ফর্ম, ফিটনেস, ভবিষ্যৎ নিয়ে যখন জোর জল্পনা, তখন এই অনিচ্ছুক কৃতিত্ব গড়ার পর থেকেই কোহলির অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকে তো আউট হওয়ার পর তাঁর হাতের অঙ্গভঙ্গিতেও বিদায়ের আভাস পাচ্ছেন।
The same hand gesture when he retired from test cricket
— Men’s Cricket (@MensCricket) October 23, 2025
Deja vu 🪬🪬#INDvsAUS #AUSvsIND pic.twitter.com/zJkpKe7Ej0
HEARTBREAK FOR ADELAIDE FANS 💔
— Arshit Yadav (@imArshit) October 23, 2025
The crowd gave Virat Kohli a standing ovation, and he gratefully acknowledged their respect. #INDvsAUS #ViratKohli #Cricketpic.twitter.com/i4iamtssfe
These are tough times, but please don't retire.
— Mr. Democratic (@MrDemocratic_) October 23, 2025
Kohli deserves more chances.#INDvsAUS
pic.twitter.com/DBmbsI3qjp
Is this the signal of Retirement from Virat Kohli 😐 #INDvsAUS
— Veena Jain (@Vtxt21) October 23, 2025
pic.twitter.com/vMpBh7vaWH
Final time in Australia surely for @imVkohli #INDvsAUS #ViratKohli pic.twitter.com/F4KVcHjibf
— Kaustuv Mahapatra 😊 (@the_oldscoolboy) October 23, 2025
Virat kohli stands for us then , Now it is our turn support him in this tough time .
— Parveen Kumar (@Pinu105) October 23, 2025
Lion will back soon #INDvsAUS pic.twitter.com/tIQXKigLyp
গত ম্যাচে চতুর্থ স্টাম্পের বলে আউট হয়েছিলেন কোহলি, বৃহস্পতিবার জেভিয়ার বার্টলেটের ইনস্যুইং কোহলির রক্ষণ ভাঙে। আম্পায়ার তাঁকে আউট দেওয়ার বেশ খানিকটা সময় রোহিতের সঙ্গে শলাপরামর্শ করে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন কোহলি। পরে রিপ্লেতে দেখা যায় বল সোজা গিয়ে মিডল স্টাম্পে লাগছিল। হতাশ হয়ে সাজঘরেই ফিরে যান বিরাট। তৃতীয় ওয়ান ডেতে কোহলি রান করতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















