Virat Kohli: মেলবোর্নে নেমেই ঝামেলায় বিরাট, অজ়ি সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন কোহলি
BGT 2024: আজই ব্রিসবেন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলার উদ্দেশ্যে মেলবোর্নে পৌঁছে গিয়েছে গোটা ভারতীয় দল।
মেলবোর্ন: গতকালই বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট শেষ হয়েছে। ২৬ তারিখ থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে আজই ব্রিসবেন ছাড়ল গোটা টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। মেলবোর্নে পৌঁছেও গিয়েছে ভারতীয় দল। সেখানে নেমেই ঝামেলায় জড়ালেন বিরাট কোহলি (Virat Kohli)।
মেলবোর্নে কোহলির সঙ্গে এক অস্ট্রেলিয়ান সাংবাদিকের তুমুল ঝামেলা লেগে যায়। ঠিক কী কারণে কোহলির সেই সাংবাদিকের সঙ্গে বিবাদ জড়ান, তা এখনও স্পষ্টভাবে জানা না গেলেও, যতদূর খবর বিষয়টা তাঁর পরিবারকেন্দ্রিক। কোহলি স্পষ্টভাবেই বারংবার মিডিয়াকে জানিয়েছেন যে তাঁর সন্তানদের থেকে যেন ক্যামেরা দূরে রাখা হয়। কিন্তু উক্ত সাংবাদিক বারংবার তাঁর পরিবারের দিকেই ক্যামেরা ফোকাস করায় মেজাজ হারান ভারতীয় মহাতারকা। যদিও এই ঘটনার কোনও ফুটেজ এখনও পাওয়া যায়নি। তবে খবর অনুযায়ী বিরক্ত কোহলি প্রথমে গোটা বিষয়টা এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলেও, পুনরায় তিনি ফিরে এসে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান।
একদিকে যেথানে গোটা ভারতীয় দল ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছেছেন, ,সেখানে অশ্বিন কিন্তু মেলবোর্ন নয়, পৌঁছেছেন মাদ্রাস বিমানবন্দরে। রোহিত গতকালই জানিয়েছিলেন যে অশ্বিন বাকি দলের সঙ্গে বক্সিং ডে টেস্টের জন্য মেলবোর্ন উড়ে যাবেন না, বরং তিনি দেশেই ফিরবেন। সেই মতো কড়া নিরাপত্তার বেষ্টনী এবং সমর্থকদের প্রবল উচ্ছ্বাসের মধ্যেই তিনি বিমানবন্দরে উপস্থিত তাঁর পরিবারের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান। এমনকী বিমানবন্দরে উপস্থিত কোনও মিডিয়ার সঙ্গেও কোনও কথা বলেননি অশ্বিন।
এরপরে বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছলে অশ্বিনের জন্য রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করে ছিল। গান বাজনা, ফুল এবং বাবা মায়ের আলিঙ্গনে বাড়িতে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিকে স্বাগত জানানো হয়। সর্বপ্রখম তাঁর বাবা তাঁকে জড়িয়ে ধরে স্নেহের চুম্বন দেন, তাঁর মা অশ্বিন বাড়ি ফেরার পর খানিকটা আবেগঘন হয়ে পড়েন। ছেলেকে জড়িয়ে ধরে চোখ মুছতে দেখা যায় তাঁকে। স্ত্রী ও সন্তানদের নিয়ে এরপরেই নিজের বাড়িতে প্রবেশ করেন অশ্বিন। তবে পড়শিদের অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আলিঙ্গনও করতে দেখা যায় মহাতারকাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কড়া নিয়মের আওতা থেকে বাদ গেলেন না তারকা ক্রিকেটারও, কেরলের বিজয় হাজারের দল থেকে বাদ স্যামসন