Virat Kohli: বিমানবন্দরে সমর্থকের আবদার মেটাতে এগিয়ে গেলেন বিরাট কোহলি, কাছে যেতেই...
India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে বিরাট কোহলি মাঠে ফিরলেও, বড় রানে ফেরেননি। তাঁর সংগ্রহ মাত্র পাঁচ রান।

কটক: ব্যাট হাতে দীর্ঘদিন রান নেই। তবে তাতে তাঁর জনপ্রিয়তায় যে এতটুকুও ভাটা পড়েনি, সেই বিষয়ে যে কেউ খুব সহজেই বলতে পারবেন। কটকে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলিকে (Virat Kohli) যতবারই জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছে, ততবারই উঠেছে রোল। দর্শকদের উচ্ছ্বাস, উল্লাসের আওয়াজে গম গম করেছে স্টেডিয়াম। কোহলি কটক ছাড়ার সময়ও সেই জনপ্রিয়তার ছবিটাই ধরা পড়ল।
কটক থেকে আমেদাবাদের উদ্দেশে গতকালই রওনা দিয়েছে টিম ইন্ডিয়া। সেই সময়ই ভুবনেশ্বর বিমানবন্দরের এক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি নিজের ট্রলি নিয়ে বিমানবন্দরে ঢুকে এগিয়ে যাচ্ছেন। চারিদিকে কড়া নিরাপত্তা। ঠিক সেই সময়ই এক মহিলা সমর্থকদের দিকে কোহলি এগিয়ে যান। তাঁকে সামনে পেতেই জড়িয়ে ধরেন সেই মহিলা। সমর্থকের আবদার রেখে ফের একবার নেটিজেনদের বাহবা কুড়িয়ে নিয়েছেন বিরাট। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
That Hug 🥺❤️ pic.twitter.com/nSkwhmtZUs
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) February 10, 2025
অবশ্য শুধু ভুবনেশ্বর ছাড়ার সময় নয়, বারাবটি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীনও নিজের এক কর্মকাণ্ডে সকলের প্রশংসা কুড়িয়ে নেন 'কিং কোহলি'। প্রথম ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি চোটের কারণে খেলতে পারেননি। তবে তিনি যে ফিট তা আগেই জানা ছিল। কোহলিকে স্বাগত জানাতে প্ল্যাকার্ড হাতে, তাঁর জার্সি পরে প্রচুর সমর্থকও মাঠে উপস্থিত হয়েছিলেন। তাঁকে একবার স্পর্শ করে দেখার, হাত মেলানোর ইচ্ছা তো সকলেরই থাকে। দুই বলবয়ের সেই স্বপ্নই এদিন পূরণ হল। কোহলি বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় তাঁর ঠিক কাছেই দুই অল্প বয়সি বলবয় ছিল। তাদের দিকে কোহলি এগিয়ে গিয়ে তাদের হাতও মেলান। এই করমর্দনের পর দুই স্বল্পবয়সির প্রতিক্রিয়া দেখার মতোই ছিল।
এই গোটা ঘটনার ভিডিওটি বিরাট কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আরসিবির তরফে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'আমার জীবনের এই অংশ, এই ছোট্ট অংশটাকেই আনন্দ বলে।' এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। দুই তরণ বলবয়ের স্বপ্ন সার্থক করে তাদের সঙ্গে করমর্দন করার জন্য কোহলিও প্রশংসিত হন।
আরও পড়ুন: ব্যাটিংয়ের মাঝেই মেজাজ হারিয়ে ডিজেকে গালিগালাজ রোহিতের! ভাইরাল ভিডিও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
