IND vs SA: ইডেনে ক্যামেরাবন্দি কোহলি-ডি'ভিলিয়ার্স, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
CWC 2023: টসের আগেই মাঠে বিরাট কোহলি এবং এবি ডি'ভিলিয়ার্সের দেখা হয়।
কলকাতা: রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে সম্ভবত চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) সবথেকে প্রতীক্ষিত ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) একে অপরের মুখোমুখি হয়েছে। পয়েন্ট তালিকায় এক এবং দুই নম্বরে থাকা দুই দল আজ একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ক্রিকেটের নন্দন কাননে চাঁদের হাট। বিরাট কোহলি (Virat Kohli), কুইন্টন ডি'কক, রোহিত শর্মা, কাগিসো রাবাডা একগুচ্ছ বর্তমান তারকাদের পাশাপাশি উপস্থিত প্রাক্তনীরাও।
ইডেনেই দেখা হয়ে গেল দুই বন্ধুর। এক ফ্রেমে ধরা পড়লেন বিরাট কোহলি ও এবি ডি'ভিলিয়ার্স (AB de Villiers)। প্রোটিয়া কিংবদন্তি বর্তমানে বিশ্বকাপের ধারাভাষ্যকার হিসাবে ভারতে এসেছেন। টুর্নামেন্টের বাকি সময়টা তাঁর এ দেশেই থাকার কথা। সেই উপলক্ষ্যেই এদিন ইডেনে উপস্থিত ছিলেন ডি'ভিলিয়ার্স। তাঁর সঙ্গে মাঠেই দেখা হল বিরাট কোহলির। দুই তারকা এক ছবি ফ্রেমবন্দিও হয়। ঘটনাক্রমে আজ কোহলির জন্মদিন। দেখা হওয়া মাত্রই কোহলিকে জড়িয়ে ধরে সম্ভবত তাঁকে জন্মদিনেরই শুভেচ্ছা জানান এবিডি। দুইজনকে বেশ খানিকটা সময় কথা বলতেও দেখা যায়।
প্রোটিয়া কিংবদন্তির সঙ্গে কথা বলার পরেই কোহলি আবার নিজের অনুশীলন সারতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেন। কোহলি এবং এবিডি দীর্ঘদিন একে অপরের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। সেই সুবাদেই তাঁদের সম্পর্ক খুবই ভাল। দুই মহাতারকা ঘনিষ্ঠ বন্ধুও বটে। তাই স্বাভাবিকভাবেই একে অপরকে দেখে উভয়েই বেশ খুশি হন।
A lovely Video From #EdenGardens Kolkata...#ViratKohli Hugging AB De Villers
— Md Husnain (@mdrj007) November 5, 2023
Lovely 🌹🌹❤️❤️🌹🌹#INDvSA #INDvsSA#virat #GOAT𓃵 #INDvsSA pic.twitter.com/V8Sghxbk2O
AB Devillers hugged #Kohli on #viratkohlibirthday today India's match is against South Africa. #ViratKohli will hit a century against South Africa on his birthday today🇮🇳
— Jitu Kaler (@JituKaler) November 5, 2023
King Kohli 👑 GOAT 🐐#INDvsSA #HappyBirthdayViratKohli#AnushkaSharma Eden Gardens
pic.twitter.com/w7Hnd6LN0m
A perfect catch-up ahead of #INDvSA 😃👌#TeamIndia | #CWC23 | #MenInBlue pic.twitter.com/jwv1y0sI8Y
— BCCI (@BCCI) November 5, 2023
কোহলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর কিংবদন্তি ডি'ভিলিয়ার্স যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবথেকে পছন্দের ক্রিকেটারদের একজন, তার প্রমাণ অতীতে বারংবার মিলেছে। তাই দুই তারকার ছবি হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'বিরাট সত্যিই সবক্ষেত্রে ব্যতিক্রমী', ক্রিকেট তারকার জন্মদিনে ভালবাসায় ভরা শুভেচ্ছা স্ত্রী অনুষ্কার