Virat Kohli: স্ত্রী-পরিবারে নিষেধাজ্ঞা, বোর্ডের সিদ্ধান্ত অখুশি কোহলি পাল্টা কী বললেন?
Virat Kohli IPL 2025: আইপিএলের প্রস্তুতিতে এই মুহূর্তে বিরাট বেঙ্গালুরুতে রয়েছেন। সেখানেই আরসিবির একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে এই ইস্যুতে বিরাটের কাছে জানতে চাওয়া হয়েছিল।

বেঙ্গালুরু: বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার ও স্ত্রী, সদস্য়দের নিয়ে যাওয়া নিয়ে আগেও বিতর্ক হয়েছে। কেউ এর স্বপক্ষে যুক্তি দিয়েছেন তো দলের ও ক্রিকেটারদের পারফরম্যান্স খারাপ হলে এর বিপক্ষেও অনেকে কথা বলেছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিরাট কোহলি। আইপিএলের প্রস্তুতিতে এই মুহূর্তে বিরাট বেঙ্গালুরুতে রয়েছেন। সেখানেই আরসিবির একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে এই ইস্যুতে বিরাটের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেখানেই প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''কখনও কখনও মানুষদের বােঝানো মুশকিল হয়ে যায় পরিবারের সঙ্গে সময় কাটানো কতটা দরকার। মানসিক শান্তির জায়গা। কারণ আমরা যখন বিদেশে খেলতে যাই, অনেক রকম চাপ অনুভব করতে হয়। মাঠে ও মাঠের বাইরে নানারকম চাপ থাকে। আমার মনে হয় পরিবার নিয়ে না যাওয়ার পক্ষে যাঁরা কথা বলে, তাঁদের সেই নিয়ন্ত্রণই নেই। তাঁরা পরিবারের গুরুত্বটাই বোঝে না।''
আরসিবির প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ''আমি কখনওই চাইব না ম্য়াচের পর একা একা হোটেলের রুমে গিয়ে একা একা বসে গুমড়ে থাকব। আমি চাইব সাধারণভাবেই সময় কাটাতে আমার পরিবারের সঙ্গে। পরিবারের মানুষগুলোর সঙ্গে কথা বলতে চাইব। এটাই তো স্বাভাবিক। আমি নিশ্চিত যে কোনও প্লেয়ারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সবাই পরিবারের মানুষকে নিয়ে যাওয়াকেই সমর্থন করবে।''
নিজের ব্য়ক্তিত্ব নিয়ে কী বলছেন কোহলি?
আরসিবি ক্লাবের এক সাক্ষাৎকারে বিরাট বলেন, "আমার আগ্রাসী মনোভাব নিয়ে সবাই প্রশ্ন করত৷ সবার সমস্যা ছিল। কিন্তু এখন আমি আগের তুলনায় অনেকটাই মাঠে সংযত থাকার চেষ্টা করি। কিন্তু তাতেও সবার সমস্যা। আমি বুঝতেই পারি না যে আদৌ কি করা উচিৎ আমার।" কোহলি আরও বলেন, "আমি এখন এই সব নিয়ে বেশি ভাবি না। ম্যাচের দিকে ফোকাস করি এখন। সত্যি কথা বলতে আমি যেমন পার্সনালিটির, আমি জানি অনেক সময় কোনও কিছু একটু অতিরিক্ত হয়ে যায়। কিন্তু আমার কোনওমতেই উদ্দেশ্য খারাপ কিছু না।"
২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানন কোহলি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। টুর্নামেন্টে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেছিলেন। অনেকেই মনে করছিলেন যে এই টুর্নামেন্টের পরই ৫০ ওভারের ফর্ম্যাটকে বিদায় জানাবেন বিরাট। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন যে তিনি এখনই অবসর নিচ্ছেন না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
