Virat Kohli: ফর্মে থাকা সত্ত্বেও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন কেন? অবশেষে খোলসা করলেন কোহলি
Virat Kohli On T20 Retirement: টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের মতই টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও বিরাটের রেকর্ড ঈর্ষণীয়। ১২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে ৪১৮৮ রান করেছেন তিনি ৪৮.৬৯ গড়ে।

বেঙ্গালুরু: আইপিএলে তাঁর ব্যাট চলছে প্রতি ম্য়াচেই। এবারও অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপের স্তম্ভ। কিন্তু এত ভাল ফর্ম থাকা সত্ত্বেও, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আচমকাই কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। সম্প্রতি আরসিবির একটি ইভেন্টে এই ইস্যুতে ক্রীড়া উপস্থাপিকা ময়ন্তি ল্যাঙ্গারের সঙ্গে আলোচনায় নিজের টি-টোয়েন্টি ফর্ম্য়াটকে বিদায় জানানোর কারণ খোলসা করেছেন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামীতে নামার কথা আরসিবির। তার আগেই আরসিবির পডকাস্টে বিরাট বলছেন, ''আমার মনে হয় না যে এই সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া। আর এর পরিবর্তনের কোনও সম্ভাবনাও রয়েছে। প্রচুর তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা সবাই তৈরি এখন। দেশের জার্সিতে এটাই তাঁদের খেলার সেরা সময়। ওদের সময় লাগবে। দু-তিন বছর দলের সঙ্গে মানিয়ে নিতে সময়ও লেগে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা, চাপের মুখে খেলার সিদ্ধান্ত নেওয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সময়টা তরুণ প্লেয়ারদের দরকার। তার জন্যই আমি আর জায়গা আটকে রাখতে চাইনি।''
View this post on Instagram
টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের মতই টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও বিরাটের রেকর্ড ঈর্ষণীয়। ১২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে ৪১৮৮ রান করেছেন তিনি ৪৮.৬৯ গড়ে। ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি ও ৩৮টি অর্ধশতরান।
আজ আইপিএলে বিরাটকে নামতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্লে অফের দৌড়ে প্রবলভাবে থাকলেও টিকিট নিশ্চিত করতে হয়ত আরও কিছুটা সময় লাগবে আরসিবির। রজত পাতিদারের নেতৃত্বে ১০ ম্য়াচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে তৃতীয় স্থানে রয়েছে। অন্য়দিকে, চেন্নাই সুপার কিংস চলতি টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। কিন্তু এদিনের ম্য়াচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত কয়েকদিন ধরে বেঙ্গালুরুতে টানা বৃষ্টি হয়েছে। গত মাসে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচও ১৪ ওভারের খেলা হয়েছিল।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দু দলের মহারণে পাল্লা ভারী কিন্তু চেন্নাইয়েরই। বিরাটের দল যেখানে মাত্র ১২ বার জয় পেয়েছে। সেখানে ধোনির নেতৃত্বে সিএসকে ২১ বার জয় ছিনিয়ে নিয়েছে।




















