IND vs SA: টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎ দেশে ফিরলেন বিরাট, আঙুলের চোটে ছিটকে গেলেন রুতুরাজ
IND vs SA Test: তিন দিনের ইন্টার স্কোয়াড যে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। তবে বোর্ডের সূত্রে জানানো হয়েছে প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা বিরাটের।
মুম্বই: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট। আর গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আচমকায় দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। কারণ সঠিকভাবে জানা না গেলেও বোর্ড সূত্রে খবর, পারিবারিক কারণে আচমকায় দেশে ফিরতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। বোর্ডের থেকে অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। যার জন্য তিন দিনের ইন্টার স্কোয়াড যে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। তবে বোর্ডের সূত্রে জানানো হয়েছে প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা বিরাটের। লেখো সেঞ্চুরিয়নের খেলা হবে প্রথম টেস্ট।
এদিকে আঙ্গুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। ওয়ানডে সিরিজের দলেও ছিলেন এই ডান হাতে ওপেনার। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পান রুতুরাজ। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আঙ্গুলের চোট এখনো পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি রুতুরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি। ডিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন রুতুরাজ। দু'মাসের টেস্ট সিরিজের আগে ঋতুরাজের ফিট হয়ে ওঠা কোনভাবেই সম্ভব নয়।"
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশের পর থেকে গত ৩২ বছরের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল অ্যাওয়ে সিরিজ হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতলেও রামধনুর দেশে লাল বলের লড়াইয়ে সিরিজ জয় এখনও অধরাই রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার থেকে রোহিত শর্মার নেতৃত্বে টেস্টের মহারণে নামতে চলেছে ভারতীয় দল। ২৬ তারিখ থেকে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি থেকে কেপটাউনে দ্বিতীয় টেস্ট।
অন্যদিকে, গতকাল ওয়ান ডে সিরিজ়ে জয় ছিনিয়ে নিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ম্যাচে ৭৮ রানে হারিয়ে ২০১৮ সালের পর মাত্র দ্বিতীয়বার রামধনুর দেশে ওয়ান ডে সিরিজ় জিতল ভারত। ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৮ রানেই অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বল হাতে চার উইকেট নিলেন ভারতের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ। ম্যাচে ১০৮ রানের ঝকঝকে শতরানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি, যা তাঁকে ম্যাচের সেরার পুরস্কারও এনে দিয়েছে। সিরিজ সেরা হয়েছেন অর্শদীপ সিংহ।