ICC Ranking: পারফরম্য়ান্স তলানিতে, টেস্টে ক্রমতালিকায় জঘন্য পদন্নোতি রোহিত, বিরাটের!
Virat Kohli And Rohit Sharma: অন্য়দিকে রোহিতও প্রথম দশেই থাকতেন বেশিরভাগ সময়ে। কিন্তু সদস্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় অনেকটা পিছিয়ে গিয়েছেন দুজনেই।
দুবাই: ভারতীয় ক্রিকেটের বর্তমান ব্যাটিং লাইন আপের স্থম্ভ তাঁরা। একজন প্রাক্তন অধিনায়ক ও একজন বর্তমান অধিনায়ক। কিন্তু দুজনেই কেরিয়ারের সায়াহ্নে। ব্যাট হাতে পারফরম্য়ান্স গ্রাফ এখন প্রতি বছরই একটু একটু করে নীচের দিকে। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। কেরিয়ারে একাধিক সাফল্য, একাধিক রেকর্ড। টেস্টে একটা সময় বিরাট ছিলেন ব্যাটারদের তালিকায় শীর্ষে। অন্য়দিকে রোহিতও প্রথম দশেই থাকতেন বেশিরভাগ সময়ে। কিন্তু সদস্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় অনেকটা পিছিয়ে গিয়েছেন দুজনেই। বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোরের মধ্যেই পড়েন বিরাট। কিন্তু রুট , উইলিয়ামসন , স্মিথদের থেকে সবার পেছনে চলে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। পারথে একটা সেঞ্চুরি সত্ত্বেও ক্রমতালিকায় ২০ নম্বরে রয়েছেন কোহলি। রোহিতের পরিস্থিতি তো আরও খারাপ। তিনি ৩১ নম্বরে নেমে গিয়েছেন।
বিরাট কোহলি পারথে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৮১ তম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে এটি সব ফর্ম্যাট মিলিয়ে কোহলির দশম সেঞ্চুরি। অজ়িভূমে কোনও বিদেশি ব্যাটারের এত শতরান হাঁকানোর কৃতিত্ব নেই। সচিনকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে ছয়টি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব ছিল সচিনের দখলে। তবে 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেলে এখন অজ়িভূমে ভারতীয় হিসাবে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বে কোহলির দখলে। কিন্তু তার আগে বাংলাদেশ ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে একেবারেই আশাপ্রদ পারফরম্য়ান্স হয়নি।
রোহিত শর্মার হাল তো আরও খারাপ। শেষ দশটি টেস্ট ইনিংসে মাত্র একটি অর্ধশতরান রয়েছে। অ্য়াডিলেডে ২ ইনিংসেই দু অঙ্কের স্কোরেও পৌঁছতে পারেননি। এর আগের দুটো সিরিজেও ফ্লপ করেছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশে রয়েছেন শুধু যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। ১৭ নম্বরে রয়েছেন শুভমন গিল।
ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন হ্য়ারি ব্রুক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন তিনি। সেই ম্য়াচে ইংল্যান্ড ৩২৩ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। সেখানে ব্রুক প্রথম ইনিংসে ১২৩ ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জো রুট। টেস্টে ফ্যাব ফোরের মধ্যে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার প্রাক্তন ইংরেজ অধিনায়ক। দুই ইংল্যান্ড তারকার মধ্য়ে পয়েন্টের ব্যবধান মাত্র ১। এই প্রথমবার টেস্টে ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন হ্যারি ব্রুক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।