Virat Kohli-Rohit Sharma: কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা, তারকাদ্বয়কে নিয়ে কী আলোচনা হয়েছে? জানালেন বোর্ড আধিকারিক
Indian Cricket Team: একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ই রোহিত ও বিরাট কোহলির শেষ সিরিজ় হতে পারে।

মুম্বই: ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit sharma) আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে হঠাৎই জোর জল্পনা। একাধিক রিপোর্ট অনুযায়ী আসন্ন অস্ট্রেলিয়া সফরই দুই তারকার জাতীয় দলের জার্সি গায়ে শেষ সিরিজ় হতে পারে। ২০২৭ বিশ্বকাপে তাঁদের জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। রিপোর্টে আরও দাবি করা হচ্ছে রোহিত ও বিরাটকে বিজয় হাজারে ট্রফি খেলে নিজেদের ফর্ম ও ফিটনেস প্রমাণ করতে বলা হতে পারে। এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই আধিকারিক।
দুই বছর পর ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে। ততদিনে রোহিত ও বিরাটের বয়স যথাক্রমে ৪০ ও ৩৯ বছর হবে। তাঁদের বয়স একটা বড় কারণ হতে পারে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক দাবি করেন বিরাটদের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনও কথাবার্তা হয়নি এবং তাঁরাও এই বিষয়ে কিছু জানায়নি। সেই সূত্র PTI-কে জানান, 'যদি ওদের মনে কিছু থাকে, তাহলে ঠিক যেমনভাবে ইংল্যান্ড সফরের আগে ওরা জানিয়েছিল, তেমনই এই বিষয়েও বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের নিশ্চয়ই কিছু বলবে।'
রোহিত, কোহলির বিজয় হাজারে ট্রফি খেলা নিয়ে তাঁর মত, 'ওরা বিজয় হাজারে ট্রফি খেললেও তার আগে তো ছয়টি ওয়ান ডে ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ়ের মাঝে তিনটি লিস্ট এ ম্যাচও রয়েছে। রাজকোটে ভারতীয় এ দল দক্ষিণ আফ্রিকা এ দলে বিরুদ্ধে ১৩ থেকে ১৯ নভেম্বর ওই ম্য়াচগুলি খেলবে। এবার তারকাদ্বয় দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের আগেই ওই তিনটি বা দুইটি ম্যাচে খেলতে চাইবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। অজিত আগরকররা সেটা চাইবেন কি না, তা আরও বড় প্রশ্ন। বিজয় হাজারে ট্রফির সময়ই তো আবার নিউজ়িল্যান্ড সিরিজ়ও রয়েছে। তাই ওরা বিজয় হাজারে ট্রফিতে খেললেও, দুই, তিনটি ম্যাচই হয়তো খেলবে।'
এই বছরের ২৪ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি শুরু হবে। তার আগে অক্টোবরে অস্ট্রেলিয়া এবং নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শুরু হবে পরের বছর জানুয়ারিতে। রোহিতরা এই সবকয়টি সিরিজ় খেলবেন কি না, তা সময়ই বলবে, তবে তাঁদের ভবিষ্যৎ নিয়ে যখন এত জল্পনা, তখন ওই বিসিসিআই আধিকারিক মোটামুটি নিশ্চিত করে দিলেন যে রোহিত, বিরাটের ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে সবকিছু আপাতত কেবল জল্পনাই।




















