Virat Kohli Record: সেমিফাইনালে ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ কোহলির অ্যাডিলেডপ্রীতি
Kohli's Record In Adelaide: বিরাট কোহলি অ্যাডিলেডে ১৪টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। এই মাঠে কোহলির সব ফর্ম্যাট মিলিয়ে ব্যাটিং গড় ৭৫.৫৮।
অ্যাডিলেড: উপমহাদেশীয় পরিবেশ থেকে গিয়ে অস্ট্রেলিয়ায় দ্রুত মানিয়ে নেওয়াটা সকলের জন্য সবসময় সম্ভব হয় না। তবে সম্ভবত এখানেই ভাল এবং মহান খেলোয়াড়দের পার্থক্য। বিরাট কোহলি (Virat Kohli) তো সেখানে মতান্তরে বর্তমান যুগের সেরা ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। আর অ্যাডিলেডের ময়দানে বিরাটের সাফল্য নিয়ে সহজেই একটা বই লিখে ফেলা যায়। সেই অ্যাডিলেডেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (IND vs ENG)। এই মাঠে বিরাটের রেকর্ড নিঃসন্দেহে ইংল্যান্ড দলের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
বিরাটের অ্যাডিলেডপ্রীতি
বিরাট কোহলি অ্যাডিলেডে ১৪টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। এই মাঠে কোহলির সব ফর্ম্যাট মিলিয়ে ৭৫.৫৮ গড়ে মোট ৯০৭ রান করেছেন। টেস্ট ম্যাচে বিরাট কোহলি অ্যাডিলেডে চারটি ম্যাচ খেলেছেন। তিনি লাল বলের ক্রিকেটে এই মাঠে তিনটি শতরানের পাশাপাশি একটি অর্ধশতরানও করেছেন। ওয়ান ডে ক্রিকেটেও পরিংসখ্যান চোখ ধাঁধানো। অ্যাডিলেডে চারটি ওয়ান ডে ম্যাচ খেলে দুইটি শতরান করেছেন বিরাট। টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলেছেন বিরাট। বিশ ওভারের ফর্ম্যাটে অ্যাডিলেডে ১৫৫.৫৫-র স্ট্রাইক রেটে বিরাটের মোট সংগ্রহ ১৫৪ রান।
ছয় বছর আগে এই মাঠে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৯০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন বিরাট। এই বিশ্বকাপেই অ্যাডিলেড ওভালে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেন 'কিং কোহলি'। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে ভারতকে চাপের মুখ থেকে বের করেন তিনিই। বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রানের এক ঝাঁ-চকচকে ইনিংস খেলেছিলেন বিরাট। নিজের পয়মন্ত মাঠে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠতে নিশ্চয়ই মরিয়া হবেন বিরাট কোহলি। তেমনটা হলে কিন্তু ইংল্যান্ডের চাপ অনেকটাই বাড়বে। ভারতীয় সমর্থকরাও অ্যাডিলেডে ফের একবার 'কিং কোহলি শো' দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
বৃষ্টির পূর্বাভাস
চলতি বিশ্বকাপের একাধিক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচ চলাকালীন অ্যাডিলেডে আপাতত ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের সিংহভাগ সময়েই আকাশে থাকবে মেঘ। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, 'সিংহভাগ সময়ই আকাশে মেঘ থাকবে, ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে ঝড়ের সম্ভাবনাও আছে। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক বরাবর ১৫ থেকে ২০ কিমি বেগে হাওয়া বইবে। বিকালের দিকে ১৫ থেকে কিমি বেগে দক্ষিণ পশ্চিম দিক বরাবর হাওয়া বইবে।'
আরও পড়ুন: আট বছর পর ভারতের সামনে ফাইনালে ওঠার সুযোগ, প্রতিপক্ষ ইংল্যান্ড