Kaif On Jaiswal: সহবাগের ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেবেন জয়সওয়াল? কে এমন ভবিষ্যদ্বাণী করলেন?
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। কাইফ জয়সওয়ালকে সহবাগের সঙ্গে তিুলনা করছেন।

মুম্বই: টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই জাতীয় দলের জার্সিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ প্রশংসা করছেন তরুণ বাঁহাতি ওপেনাের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। কাইফ জয়সওয়ালকে সহবাগের সঙ্গে তিুলনা করছেন। নজফগড়ের নবাবই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি টেস্ট ক্রিকেটে একের বেশ ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁর রেকর্ডও ভেঙে ফেলতে পারেন জয়সওয়াল, এমনটাই মনে করেন কাইফ।
নয়াদিল্লি টেস্টে ১৭৫ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে। নিজের ইনিংসে ২২ টি বাউন্ডারি হাঁকান জয়সওয়াল। প্রথম দিনের শেষে ১৭৩ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে দুশোর দিকেই এগোচ্ছিলেন। কিন্তু রান আউট হতে হয়ে তাঁকে। নিজের সোশ্য়াল মিডিয়ায় কাইফ বলেন, ''যশস্বী জয়সওয়াল এমন ধরণের ব্যাটার যে বড় রান করার জন্য ধৈর্য্য ধরে ব্যাটিং করে। ওর প্রথম ২৬টি টেস্টেই জয়সওয়াল সচিন ও বিরাটের মতই সেঞ্চুরির সংখ্যা ওর। খুব বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে জয়সওয়াল। ও যতগুলো শতরান হাঁকিয়েছে, বেশিরভাগই ভারত জয় ছিনিয়ে নিয়েছে। সহবাগের ৩০০ করার যে রেকর্ড, তা জয়সওয়ালই ভাঙবে নিঃসন্দেহে।''
দ্বিতীয় দিনের শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু তাঁর ইনিংসটি সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়। যশস্বী বলটি মিড অফ এলাকায় পাঠান এবং ফিল্ডার না দেখে এবং শুভমন গিলের কলে দৌড়ে যান। তারপর নন স্ট্রাইকার গিল তাঁকে ফেরত পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত, যশস্বীর ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় ছিল না। ক্রিজে জমে যাওয়া যশস্বীকে রান আউট করতে দেরি করেননি উইকেটকিপার। ঘটনার পর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন যশস্বী। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগে গিলের সঙ্গে কথাও বলেন। মনক্ষুণ্ণ হয়েছেন বোঝা যায় বাচনভঙ্গি ও অভিব্যক্তিতে। নয়াদিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে যশস্বীকে তাঁর রান আউট নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। যশস্বী বলেন, 'আমি সব সময় চেষ্টা করি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার। আমি ক্রিজে থাকলে আমার কাজই হল ইনিংস টেনে নিয়ে যাওয়া এবং যতক্ষণ সম্ভব ব্যাটিং করা। রান আউট তো খেলার অঙ্গ। ঠিক আছে।' বিতর্ক জিইয়ে রাখতে চাননি বাঁহাতি ওপেনার।




















