Wanindu Hasaranga: জিম্বাবোয়ে সফর থেকে বাদ, এশিয়া কাপের দৌড় থেকেও কি ছিটকে গেলেন হাসারাঙ্গা?
Srilanka vs Zimbabwe: তাহলে কি এবার এশিয়া কাপের স্কোয়াড থেকেও বাদ পড়তে পারেন তারকা লঙ্কা স্পিনার। বাংলাদেশের বিরুদ্ধে জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন।

গল: এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Team)। তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই দলেই জায়গা হয়নি ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga)। তাহলে কি এবার এশিয়া কাপের স্কোয়াড থেকেও বাদ পড়তে পারেন তারকা লঙ্কা স্পিনার। বাংলাদেশের বিরুদ্ধে জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। তার জন্য়ই হয়ত বাদ পড়তে হল জিম্বাবোয়ে সফর থেকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটো ম্য়াচের ওয়ান ডে সিরিজ থেকেও বাদ পড়েছেন হাসারাঙ্গা।
সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টেও এবার হাসারাঙ্গা আদৌ খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়। হাসারাঙ্গা না থাকলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজেদের স্পিন ডিপার্টমেন্টে দুনিথ ওয়াল্লালাগে ও মাহিশ থিকসানাকে নিয়েছে।
আফগানিস্তান দল ঘোষণা
কিছুদিন আগেই আফগানিস্তান ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। রশিদ খানের নেতৃত্বে খেলতে নামবে আফগানিস্তান। আইসিসির শেষ তিনটে সাদা বলের টুর্নামেন্টে এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরশাহির মাঠে আফগানিস্তান কিন্তু অবশ্য়ই বেগ দিতে পারে যে কোনও দলকে। এমনকী শ্রীলঙ্কা, বাংলাদেশের তুলনায় এই মুহূর্তে আফগানিস্তান অনেক শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে গত ২ -৩ বছরে। এশিয়া কাপে বি গ্রুপে রয়েছে আফগানিস্তান। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর হওয়ার প্রথম দিনেই হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামার কথা রশিদ খানের দল।
লিটন দাসের নেতৃত্বে আসন্ন টুর্নামেন্টে খেলতে নামবে টাইগাররা। তবে দল থেকে বাদ পড়লেন বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান। শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে খেলেছিলেন দেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি। কিন্তু এরপর থেকে দেশের জার্সিতে নুরুলকে আর কুড়ির ফর্ম্য়াটে দেখা যায়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন তিনি। যার জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পড়েছে আবার তাঁর। অন্য়দিকে অলরাউন্ডার সৈয়ফ হাসানকে ফের একবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে দেখা গিয়েছে প্রায় দেড় বছর পর। শেষবার ২০২৩ সালের এশিয়া কাপে খেলেছিলেন তিনি।




















