Vinod Kambli: আগের থেকে অবস্থার উন্নতি! 'চক দে ইন্ডিয়া'-র তালে নাচলেন বিনোদ কাম্বলি
Vinod Kambli health: ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সময় পেট ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন কাম্বলি।
মুম্বই: প্রাক্তন ভারতীয় ক্রিকেটারপ বিনোদ কাম্বলি (Vinod Kambli) বর্তমানে জীবনের ময়দানে লড়াই করতে নেমেছেন।বেশ উদ্বেগজনক শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে দিনকয়েক আগে ভর্তি করা হয়েছিল কাম্বলিকে। তবে পরস্থিতি যে আগের থেকে অনেকটা উন্নত হয়েছে, তা সম্প্রতি এক ভাইরাল ভিডিও দেখলেই তা বোঝা যাচ্ছে।
২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সময় পেট ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন কাম্বলি। তাঁর শরীরিক অবস্থা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রীতিমতো উদ্বিগ্ন করেছিল। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে কাম্বলিকে শুধু বেড ছেড়ে উঠে দাঁড়াতেই নয়। রীতিমতো নাচ করতে দেখা গেল। শাহরুখ খানের সিনেমা 'চক দে ইন্ডিয়া'-র টাইটেল ট্র্যাকের ছন্দে পা মেলাতে দেখ গেল বিনোদ কাম্বলিকে।
View this post on Instagram
জ্বর, পেট ব্যথাসহ আরও বেশকিছু অভিযোগ করেছিলেন কাম্বলি। যে কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় বলে হাসাপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। থানের হাসপাতালের ডিরেক্টর জানান তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তাঁর অবস্থা আপাতত খানিকটা উন্নত হয়েছে।
হাসপাতালের বেডে শুয়েই ANI-কে এক ছোট্ট সাক্ষাৎকার দেন ভারতীয় প্রাক্তনী। সেখানে তাঁর শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে, এক গানের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, যে তিনি হাল ছাড়ছেন, তিনি যোদ্ধা। 'আমি ভাল আছি। আগের থেকে একটু সুস্থ লাগছে। আমি লড়াই করা ছাড়িনি, আর ছাড়বও না। এতগুলো সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছি, সবচা মনে আছে। লড়াইটা আমার মজ্জাগত।' বলেন কাম্বলি।
পাশাপাশি উৎসবের মরশুমে হাসপাতালের বেড থেকেই নিজের অনুরাগীদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান কাম্বলি। তাঁকে বলতে শোনা যায়, 'জীবনটা উপভোগ কর। তবে সবকিছু ভেবেচিন্তে কর।' এরপরেই বন্ধু সচিন প্রসঙ্গে তিনি বলেন, 'সচিনের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। কারণ আচরেকর স্যর (সচিন, কাম্বলির কোচ) আমাদের পাশে আছেন।' পাশাপাশি তিনি জানান আর মাত্র দুই দিন, তারপরেই তিনি সকলের সামনে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। আপাতত যা দেখা যাচ্ছে, তাতে কিন্তু সমর্থকরা কাম্বলির দ্রুত আরোগ্যর আশা করতেই পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাটে রানের খরা, ভবিষ্যৎ নিয়ে সংশয়, এবার বিরাট, রোহিতের ফর্ম নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী