Andre Russell: বিদায়ী ম্য়াচে পেলেন গার্ড অফ অনার, শেষ আন্তর্জাতিক ম্য়াচেও মাঠ মাতালেন রাসেল
WI vs AUS: ওপেনার ব্রেন্ডন কিং অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫১ রান করেন তিনি। তবে মিডল অর্ডারে হেটমায়ার, রস্টন চেস ও রাদারফোর্ড কেউই বড় রান করতে পারেননি।

সাবাইনা পার্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই করেছিলেন আন্দ্রে রাসেল। সাবাইনা পার্কে নিজের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার টি-টোয়েন্টি ম্য়াচটিই ছিল রাসেলের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ। শেষ ম্য়াচেও ১৫ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ম্য়াচের আগে ২ বারের বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ানকে গার্ড অফ অনারে সম্মান জানানো হয় দু দলের তরফে। কিন্তু শেষ ম্য়াচেও হারই সঙ্গী হল রাসেলের।
কেকেআরের জার্সিতে দীর্ঘদিন ধরে আইপিএলে খেলছেন রাসেল। ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আগেই রাসেল জানিয়েছিলেন যে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। শেষ ম্য়াচেও এক ওভারেই তিনটি ছক্কা হাঁকান তিনি। ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান বোর্ডে তুলে নেয়।
ওপেনার ব্রেন্ডন কিং অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫১ রান করেন তিনি। তবে মিডল অর্ডারে হেটমায়ার, রস্টন চেস ও রাদারফোর্ড কেউই বড় রান করতে পারেননি। লোয়ার অর্ডারে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই বোর্ডে ১৭২ রান তুলতে পারে ক্যারিবিয়ান শিবির। অজি বোলারদের মধ্যে অ্য়াডাম জাম্পা ৩ উইকেট নেন। দুটো করে উইকেট নেন নাথান এলিস ও গ্লেন ম্য়াক্সওয়েল।
View this post on Instagram
রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। মাত্র ২ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজি ব্রিগেড। ওপেনিংয়ে নেমেছিলেন মিচেল মার্শ ও গ্লেন ম্য়াক্সওয়েল। এই সিরিজের আগে কখনও ওপেনিংয়ে নামেননি ম্য়াক্সওয়েল। ১২ রান করে আউট হন তিনি। অন্য়দিকে ১৭ বলে ২১ রানের ইনিংস খেলেন মার্শ। জশ ইংলিশ ৩৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান। ৩২ বলে ৫৬ রান করেন ক্যামেরন গ্রিন। তিনটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান গ্রিন। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অজি ব্রিগেড। এর আগে টেস্ট সিরিজেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল প্যাট কামিন্সের দল। টি-টােয়েন্টি সিরিজে অজি শিবিরের নেতৃত্বে রয়েছেন মিচেল মার্শ।




















