Gautam Gambhir: ''ভারত ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ওঁ ভাবুক একটু..'', পন্টিংয়ে পাল্টা খোঁচা গম্ভীরের
Gautam Gambhir to Ricky Ponting: কিছুদিন আগেই রোহিত ও বিরাটের অফফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক। এবার পাল্টা পন্টিংকে খোঁচা দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ।
মুম্বই: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar) প্রথম টেস্টের বল মাঠে গড়ানোর আগেই যেন দু দেশের মুখোমুখি দ্বৈরথ শুরু হয়ে গেল। পারথে উড়ে যাওয়ার আগে দেশের মাটিতে শেষ সাংবাদিক বৈঠক করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিছুদিন আগেই রোহিত ও বিরাটের অফফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক। এবার পাল্টা পন্টিংকে খোঁচা দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। ভারতীয় দল নিয়ে ভাবার পন্টিং কে? এমন প্রশ্নও তুলে দিয়েছেন গম্ভীর।
কিছুদিন আগেই পন্টিং এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বিরাট নাকি পাঁচ বছরে মাত্র ২ টো সেঞ্চুরি করেছেন, সেক্ষেত্রে অন্য় দল হলে তিনি সুযোগই পেতেন না। এমনকী রোহিতের অফফর্মও যে চিন্তার কারণ অস্ট্রেলিয়া সিরিজের আগে তাও উল্লেখ করেছিলেন। এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রশ্ন উড়ে আসে গম্ভীরের দিকে। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ''ভারতীয় ক্রিকেট ও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এত চিন্তা করে ওঁর কী লাভ? ওঁ বরঞ্চ অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবুক, ওটা বেশি ভাল হবে। রোহিত ও বিরাট দলের অভিজ্ঞ ক্রিকেটার। ওদের মানসিক কাঠিন্যও বিশাল। এখনও ওদের ক্রিকেটের প্রতি একইরকম খিদে রয়েছে। ড্রেসিংরুমে গিয়ে ওদের সঙ্গে কথা বললেই সেটা বোঝা যাবে। এমনকী বাকি সব ক্রিকেটারদের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। বিরাট ও রোহিত দুজনেই ভীষণ পরিশ্রম করছে। বিশেষ করে গত সিরিজের পর।''
এই বছরে কোহলি ছয়টি টেস্ট ম্যাচে মাত্র ২২.৭২ গড়ে রান করেছেন। ২০১১ সালে তাঁর অভিষেকের পর এক বছরে তাঁর ব্যাটিং গড় এত নীচে কোনওদিনও নামেনি। এক দশক পর প্রথমবার আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম ২০-র বাইরে ছিটকে গিয়েছেন। নিঃসন্দেহেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি।
তবে পন্টিং একথাও সাফ জানিয়ে দেন যে কোহলির মতো মহাতারকাদের কেবল পরিসংখ্যানের নিরিখে যাচাই করা যায় না। 'আমি বিরাটের বিষয়ে এই কথাটা এর আগেও বলেছি যে ক্রিকেটের মহানদের কিন্তু কেবল পরিসংখ্যানের নিরিখে যাচাই করা যায় না। ও যে সর্বকালের অন্যতম সেরা, সেই নিয়ে কোনওরকম কোনও সন্দেহই নেই।'
বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবার আগে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। এমনকী পারথেও চলে গিয়েছেন তিনি। বর্ডার-গাওস্কর ট্রফিতে জ্বলে উঠে নিন্দুকদের ভুল প্রমাণ করতে মরিয়া থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক।