INDW vs AUSW: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে বদলে গেল হরমনপ্রীতদের জার্সির রং, কিন্তু কেন?
Harmanpreet Kaur: আজকের ম্য়াচে যে জিতবে তারাই সিরিজ জিতে যাবে। মহিলা ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া মোট ৫৮ বার মুখোমুখি হয়েছে।

মুম্বই: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে নামবে এবছর ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু তার আগে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে নীল জার্সিতে নয়, হরমনপ্রীতদের দেখা যাচ্ছে গোলাপি রংয়ের জার্সি পরে। কিন্তু কেন?
আসলে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ক্রিকেটের মাঠ থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যায়। এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলও সেই উদ্যোগে সামিল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দলের ক্যাপ্টেন ও অন্য়ান্য প্লেয়াররা এই বিষয়ে বার্তা দিয়েছেন।
এই মুহূর্তে সিরিজে ১-১ রয়েছে ফল। আজকের ম্য়াচে যে জিতবে তারাই সিরিজ জিতে যাবে। মহিলা ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া মোট ৫৮ বার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া ৪৭ বার জয় ছিনিয়ে নিয়েছে। যেখানে ভারত জয় পেয়েছে ১১ ম্য়াচে।
View this post on Instagram
নজির গড়ার হাতছানি স্মৃতি মন্ধানার সামনে
বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধানার এবার নজির গড়ার হাতছানি রয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি। আসন্ন মহিলা ওয়ান ডে বিশ্বকাপে সর্বাধিক রান করার নজির গড়তে পারেন বাঁহাতি ওপেনার। এছাড়া এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্য়াটে ১০০০ রান করার নজির গড়তে পারেন স্মৃতি। কোনও মহিলা ক্রিকেটার এখনও পর্যন্ত এই নজির গড়তে পারেননি। উল্লেখ্য, স্মৃতি এখনও পর্যন্ত চলতি বছরে ৮০৩ রান করেছেন ওয়ান ডে ফর্ম্য়াটে। আর ১৯৭ রান করলেই সেই মাইলস্টোন স্পর্শ করবেন স্মৃতি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে মোট ৯১ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন। কেরিয়ারের ১২ তম শতরান হাঁকিয়েছেন স্মৃতি। বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট সাতটি ম্য়াচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদি স্মৃতি নজির গড়তে পারেন, তবে তিনি অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ককে টেক্কা দিয়ে দেবেন। ১৯৯৭ সালে ৯৭০ রান করেছিলেন ওয়ান ডে ফর্ম্যাটে। স্মৃতি তাঁকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে আসবেন আর ১৯৭ রান করলে।




















