Virat Kohli: টেস্ট ক্রিকেটের 'প্রাণ' ছিলেন, বিরাট সরতেই কি এবার এই ফর্ম্য়াটে মোহ হারাবেন দর্শকরা?
Virat Kohli Retirement: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই সবাইকে অবাক করে দিয়ে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন।

মুম্বই: তিনি ছিলেন বলেই টেস্ট ক্রিকেটে প্রাণ ছিল। তিনি ছিলেন বলেই প্রায় হারাতে বসা একটা ফর্ম্য়াটের ম্য়াচ দেখতেও সমর্থকরা মাঠ ভরাতেন। তিনি ছিলেন বলেই লাল বলের ফর্ম্য়াটের ম্য়াচেও গ্যালারি সোচ্চার হত। এবার কি হবে? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই সবাইকে অবাক করে দিয়ে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন। নিজে শুধু টেস্ট থেকে সরলেন না, একই সঙ্গে একটা গোটা প্রজন্মকে টেস্ট ক্রিকেট দেখাও কি বন্ধ করে দিলেন? তার একটা আভাস মিলেছিল গতকালই। মুম্বই বিমানবন্দরে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ফেরার পর সেখানেই এক সমর্থক তাঁকে বলে বসেন, 'আপনি টেস্ট ক্রিকেট ছেড়ে দিলেন কেন? আমরা আর টেস্ট ম্য়াচ দেখব না। আমরা শুধু আপনার জন্যই টেস্ট ক্রিকেট ম্য়াচ দেখতাম।' তাহলে কি এটাই সত্যি?
ভারতীয় ক্রিকেটের টেস্টে যে কয়েকজনকে মহীরুহ মনে করা হয়, তাঁদের মধ্যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর ছাড়াও রয়েছেন বিরাট কোহলি। নিজের ব্যাটিং পারফরম্য়ান্স, রেকর্ডই শুধু নয়। গোটা মাঠকে মাতিয়ে রাখতেন মাঠের নানাবিধ কার্যকলাপের মাধ্যমে। কখনও চড়া রোদে খেলা দেখতে দেখতে ঝিমিয়ে পড়া দর্শকের বিনোদন হিসেবে হঠাৎ ভাংরা নেচে উঠছেন তো কখনও সতীর্থদের সঙ্গে খুনসটি খেলার ফাঁকে। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের চোখে চোখ রেখে কোহলির অঙ্গভঙ্গিই বেজায় উপভোগ করেন সমর্থকরা।




















