INDW vs BANW Live: পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম জয় ছিনিয়ে নিলেন শেফালিরা
Womenst T20 World Cup 2024: একদিকে যেখানে বিরাট রানে হেরে -২.৯০০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে ভারত, সেখানে পাকিস্তান তালিকায় দুইয়ে।

Background
টুর্নামেন্টের অন্য়তম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই বিপর্যয়। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women's T20 World Cup 2024) নিজেদের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় ভারতীয় মহিলা দল (Indian Women's Cricket Team)। ১৬০ রান তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় হরমনপ্রীতদের ইনিংস। তাই হতাশাজনক এই হারের পর দ্বিতীয় ম্য়াচে এমনিই জয়ের দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামবে ভারত। উপরন্তু, ম্যাচটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND v PAK)।
হরমনপ্রীতদের সামনে পাকিস্তান ম্যাচ কিন্তু একেবারেই সহজ হবে না। একদিকে যেখানে বিরাট রানে হেরে -২.৯০০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে ভারত, সেখানে পাকিস্তান তালিকায় দুইয়ে। ৩১ রানে প্রথম ম্য়াচে শ্রীলঙ্কাকে পরাজিত করে আত্মবিশ্বাসে ফুটছে তাঁরা। তবে খাতায় কলমে অন্তত এই ম্যাচে ভারতকেই ফেভারিট মনে করা হচ্ছে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে।
মুখোমুখি সাক্ষাৎকারে পাকিস্তানের থেকে কিন্তু ভারতীয় দল অনেকটাই এগিয়ে রয়েছে। পড়শি দেশের বিরুদ্ধে বিশ ওভারের ফর্ম্য়াটে ওমেন ইন ব্লু মোট ১৫ বার মাঠে নেমেছে। এই ১৫টি ম্য়াচের মধ্যে ভারত ১২টিতেই জয়ের স্বাদ পেয়েছে। মাত্র তিনটি ম্য়াচ জিতেছে পাকিস্তান দল।
INDW vs BANW Live: ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
INDW vs BANW Live Score: জোড়া ধাক্কা
পরপর বলে ভারতকে জোড়া ধাক্কা দিলেন ফাতিমা সানা। জেমাইমা ২৩ রানে আউট হন, রিচা খাতাই খুলতে পারেননি। তবে তা সত্ত্বেও ভারত কিন্তু জয়ের দোরগাড়ায়। তিন ওভারে ওমেন ইন ব্লু জয়ের জন্য আর ১২ রানের প্রয়োজন। বর্তমান স্কোর চার উইকেটের বিনিময়ে ৯৪ রান।




















