UPW-W vs RCB-W, Match Highlights: ইউপি ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম জয় আরসিবির
WPL 2023, UPW-W vs RCB-W: শুরুতেই ধাক্কা খায় তারা। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি মন্ধানা। রানের খরা অব্যাহত আরসিবি ক্যাপ্টেনের।
![UPW-W vs RCB-W, Match Highlights: ইউপি ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম জয় আরসিবির WPL 2023: RCB-W won the match by 5 wickets against UPW-W in Match 13 at DY Patil Stadium UPW-W vs RCB-W, Match Highlights: ইউপি ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম জয় আরসিবির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/2676e7dcf2da484aa4ab7cdaa23881c81678902845687206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) নেতৃত্বাধীন আরসিবি উইমেন্স প্রিমিয়ার লিগে (Womens Premier League) আজকের ম্যাচে ইউ ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল। এর আগে পাঁচটি ম্যাচে পরপর হারের মুখ দেখতে হয়েছিল আরসিবিকে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত তাদের। অবশেষে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল আরসিবি। ব্য়াট হাতে দলের জয়ে বড় ভূমিকা নিলেন কনিকা আহুজা। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। এর আগে এলিসা পেরি ৩ উইকেট নিয়েছিলেন বল হাতে।
অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল আরসিবি। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি মন্ধানা। রানের খরা অব্যাহত আরসিবি ক্যাপ্টেনের। সোফি ডিভাইনও ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। হেদার নাইট ২৪ রান করেন। তবে মিডল অর্ডারে দলকে ভরসা জোগান কনিকা আহুজা। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান কনিকা। লোয়ার অর্ডারে রিচা ঘোষ ৩১ রান করে অপরাজিত থেকে যান। ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় আরসিবি।
View this post on Instagram
উইমেন্স প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়ারিয়র্স। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ বল বাকি থাকতেই মাত্র ১৩৫ রানে গুটিয়ে গেল অ্যালিসা হিলির দল। যার মূলে এলিসা পেরির দুরন্ত বোলিং। একাই তুলে নিলেন ৩ উইকেট।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা। ইউ ওয়ারিয়র্সের ব্য়াটিং বিভাগের অন্যতম শক্তি তাদের ক্যাপ্টেন হিলি। কিন্তু এদিন রানই পেলেন না তারকা অজি উইকেট কিপার ব্যাটার। মাত্র ১ রান করেন তিনি। গ্রেস হ্যারিস ৪৬ রান করে মিডল অর্ডারে। এছাড়া দীপ্তি শর্মা ২২ রানের ইনিংস খেলেন। কিন্তু আর কেউই বড় রান পাননি। ফলে বড় রানও বোর্ডে তুলতে ব্যর্থ হয় ইউ ওয়ারিয়র্স। পেরি ছাড়া সোফিয়া ডিভাইন ২ টো উইকেট নেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)