WPL 2023: রেকর্ড দরে আরসিবিতে স্মৃতি, মুম্বইয়ে হরমনপ্রীত, দিল্লিতে জেমিমা
Womens Premier League: ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে হরমনপ্রীত কৌরকে দলে নিয়েছে মুম্বই। ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে।
মুম্বই: মহিলাদের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নিল তাঁকে। স্মৃতির দর উঠল ৩ কোটি ৪০ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার মহিলাদের আইপিএলে। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) দলে নিয়েছে মুম্বই। ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে।
Wholesome content alert! 🫶🏼 The first ever #WPL player @mandhana_smriti and her team-mates reacting to her signing with RCB 😃 pic.twitter.com/gzRLSllFl2
— JioCinema (@JioCinema) February 13, 2023
ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে জেমিমা রজরিগেজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লক্ষ টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলে নিল তাঁকে। শেফালি ভার্মাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে অ্য়াশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাত জায়ান্টস। ১ কোটি ৭০ লক্ষ টাকায় এলিসা পেরিকে দলে নিয়েছে আরসিবি। সোফি একেলস্টোনকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় ইউ ওয়ারয়র্স দলে নিয়েছে। সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় দলে নিয়ে দিল্লি ক্যাপিটালস। ১ কোটি ১০ লক্ষ টাকায় দিল্লি দলে নিল ম্যাগ লেনিংকে। দিল্লি ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমা রডরিগেজকেও দলে নিয়েছে। গুজরাত জায়ান্ট ২ কোটি টাকায় দলে নিল বেথ মুনিকে। তাহিলা ম্যাকগ্রাকে ইউপি ওয়ারিয়র্স দলে নিল ১ কোটি ৪০ লক্ষ টাকায়। ভারতের দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়ে নিল ইউপি ওয়ারিয়র্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছে রেনুকা সিংহকে। ১ কোটি ৯০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে পূজা ভাস্ত্রাকারকে।
বাংলার প্লেয়ারদের মধ্যে রিচা ঘোষ সবচেয়ে বেশি দাম পেয়েছে। ১ কোটি ৯০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছে শিলিগুড়ির এই উইকেট কিপার ব্য়াটারকে। অন্যদিকে চুঁচুড়ার তিতাস সাধু রয়েছেন, যিনি অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য, তাঁকে ২৫ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক দলগুলো
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো: স্মৃতি মন্ধানা, সোফি ডিভাইন, এলিসা পেরি, রিচা ঘোষ, রেনুকা সিংহ, এরিন ব্রান, দিশা কাসাত, শ্রেয়াঙ্কা পাটিল, ইন্দ্রানি রায়, কনিকা আহুজা, আয়েশা শোভানা, হেদার নাইট, প্রীতি বোস, পুণম খেমনার, মেগান স্কাউট, শাহানা পাওয়ার
দিল্লি ক্য়াপিটালস: জেমিমা রডরিগেড, ম্যাগ লেনিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, তিতাস সাধু
গুজরাত জায়ান্টস: অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্যান্ড, হরলীন দেওল, ডিয়েন্ড্রা ডটিন, স্নেহ রানা, সাব্বিনেনি মেঘানা, মানসী যোশি, সুশমা ভার্মা, তনুজা কনওয়ার,
মুম্বই ইন্ডিয়ান্স: হরমনপ্রীত কৌর, এমিলিয়া কের, ন্যাট স্ক্রিভার, ইয়াস্তিকা ভাটিয়া, হেদার গ্রাহাম, অমনজোৎ কৌর, ধারা গুজ, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, নীলম বিস্ত, ইসাবেল্লে ওং, হিলি ম্যাথিউজ, জিনতিমানি কালিটা
ইউপি ওয়ারিয়র্স: সোফি একেলস্টোন, দীপ্তি শর্মা, তাহিলা ম্যাকগ্রা, সাব্বিনেনি ইসমেইল, এলিসা হিলি, অঞ্জলি শার্ভানি, রাজেশ্বরী গায়কোয়াড, পার্শ্বভী চোপড়া, শ্বেতা সেহরাওয়াত, কিরণ নভগিরা, দেবিকা বৈদ্য, গ্রেস হ্যারিস, লক্ষ্মী যাদব, সিমরন সেইখ