WPL 2025: নিলামের আগেই চমক গুজরাতের, আইপিএলে হ্যাটট্রিক করা স্পিনারকে বোলিং কোচ হিসাবে দায়িত্ব
Pravin Tambe: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সি পরে আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তাম্বে। ২০১৪ সালের আইপিএলে।
আমদাবাদ: আইপিএলে (IPL 2025) হ্যাটট্রিক রয়েছে তাঁর নামের পাশে। তাঁর জীবন নিয়ে সিনেমা পর্যন্ত হয়ে গিয়েছে। হার না মানা মানসিকতার অন্যতম সেরা বিজ্ঞাপন।
সেই প্রবীণ তাম্বে এবার পেলেন বড় দায়িত্ব। মহিলাদের আইপিএলে গুজরাত জায়ান্টসের (Gujarat Giants) বোলিং কোচ হলেন স্পিনার প্রবীণ তাম্বে (Pravin Tambe)। নুশিন আল খাদিরের (Nooshin Al Khadeer) সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হওয়ার পরই ডব্লিউপিএলের জন্য তাম্বের সঙ্গে চুক্তি করল গুজরাত জায়ান্টস।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সি পরে আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তাম্বে। ২০১৪ সালের আইপিএলে। তাঁর তিন বলে পরপর আউট হয়েছিলেন মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান ও রায়ান টেন দুশখাতে। ১০ রানে সেই ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস।
১৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে বসছে ডব্লিউপিএলের মিনি নিলাম। তার আগে নতুন দায়িত্ব নিয়ে তাম্বে বলেছেন, 'ক্রিকেট মাঠে আমার নতুন ও রোমাঞ্চকর এক অধ্যায় শুরু হল। এক ঝাঁক প্রতিভাবানদের সঙ্গে কাজ করতে পারব ভেবে দারুণ লাগছে।'
পাশাপাশি হেড কোচ হিসাবে মাইকেল ক্লিঙ্গারের সঙ্গে (Michael Klinger) চুক্তি নবীকরণ করেছে গুজরাট জায়ান্টস। অস্ট্রেলিয়ার ব়্যাচেল হেইন্সকে সরিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন। বিগ ব্যাশ লিগে কোচি করানোর অভিজ্ঞতা রয়েছে ক্লিঙ্গারের। গুজরাত জায়ান্টসের নতুন ব্যাটিং কোচ করা হয়েছে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল মার্শকে।
২০২৫ সালের ডব্লিউপিএল শুরুর আগে বড় ধাক্কা খেয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে গুজরাট জায়ান্টস দলের মেন্টর হিসেবে কাজ করেছিলেন তিনি। বুধবার, ১১ ডিসেম্বর, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পারষ্পরিক সম্মতিতে গুজরাট জায়ান্টসের সঙ্গ ছেড়েছেন তিনি।
মিতালি রাজ ও গুজরাট জায়ান্টসের মধ্যে তিন বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। গত মরশুমে গুজরাট জায়ান্টস হতাশ করেছিল। পয়েন্ট টেবিলে সকলের নীচে ছিল তারা। দলের বোলিং কোচ নুশিন আল খাদিরও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। যদিও তিনি আপাতত ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে কাজ করছেন। এবার যোগ দিলেন তাম্বে ও মার্শ।
আরও পড়ুন: চিনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।