WPL 2025: রাত পোহালেই ধুন্ধুমার লড়াই, কী অভিনবত্ব এবারের টুর্নামেন্টের? ডব্লিউপিএলের সাত-সতেরো
Womens Premier League: মহিলাদের টি-২০ ক্রিকেট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। বঢোদরায় প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত জায়ান্টস।

বঢোদরা: লাইটস, ক্যামেরা, অ্যাকশন।
প্রস্তুতি সারা। উন্মাদনা তুঙ্গে। রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় পর্ব। প্রেমদিবসে ধুন্ধুমার টি-২০ যুদ্ধ। মহিলাদের টি-২০ ক্রিকেট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। বঢোদরায় প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত জায়ান্টস। টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক ডব্লিউপিএলের (WPL) সাত সতেরো।
- এবারের ডব্লিউপিএলেও খেলছে গতবারের মতোই পাঁচ দল। তবে অভিনবত্ব আনা হয়েছে টুর্নামেন্টের কেন্দ্রে। দুটি নতুন মাঠেও হবে ডব্লিউপিএলের ম্যাচগুলি। একটি, বঢোদরার নবনির্মিত বিসিএ স্টেডিয়াম। দ্বিতীয়টি লখনউয়ের একানায় অটলবিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম।
- আরসিবি-র ১৭ বছরের ট্রফি খরা কেটেছে গত মরশুমে। আইপিএলে কখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি আরসিবি। ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে বিরাট কোহলিদের। তবে ডব্লিউপিএলে ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি-র মহিলা দল। এবারও অন্যতম ফেভারিট তারা। পরপর দুবার ট্রফি জিতে নজির তৈরি করতে পারবে?
- স্মৃতি মান্ধানা, এলিসি পেরি, রিচা ঘোষ, ড্যানিয়েল ওয়াট, রেণুকা সিংহ, শ্রেয়াঙ্কা পাটিল মিলিয়ে ব্যাটিং-বোলিংয়ে ভীষণ শক্তিশালী আরসিবি। সঙ্গে চার্লি ডিন, হিদার গ্রাহামদের মতো তারকাকে দলে নিয়েছে তারা।
- পরপর দুই ডব্লিউপিএলের ফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। এবার কি থার্ড টাইম লাকি? দলের সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মগজাস্ত্র। অধিনায়র মেগ ল্যানিং ছাড়াও শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজস, মারিজান কাপ, তিতাস সাধুরা মিলিয়ে শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসের।
- প্রথম ডব্লিউপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে গতবার ফাইনালের আগেই ছিটকে যেতে হয়েছিল হরমনপ্রীত কৌরদের। প্লে অফে আরসিবি-র কাছে হেরে। এবার ১৬ বছরের কমলিনী জি-কে কিনে চমক দিয়েছে মুম্বই। এবার কি প্রথম বছরের সুখস্মৃতি ফেরাতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স?
- অ্যালিসা হিলিকে এবার পাচ্ছে না ইউপি ওয়ারিয়র্স। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন দীপ্তি শর্মা। সঙ্গে সোফি একেলস্টোন, চামারি আতাপাত্তু, শ্বেতা শেরাওয়াত মিলিয়ে শক্তিশালী দল ইউপি ওয়ারিয়র্স।
- অ্যাশলে গার্ডেনার, ফোব লিচফিল্ড, লরা উলভার্ট, বেথ মুনি, হার্লিন দেওল, ডি হেমলতা - বিদেশি-দেশি মিলিয়ে এক ঝাঁক নামী ক্রিকেটারদের নিয়ে তৈরি গুজরাত জায়ান্টস। প্রথম দুই মরশুমে প্রথম তিনে শেষ করতে পারেনি। এবার কি শিকে ছিঁড়বে?
আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?
মঞ্চ প্রস্তুত। শুক্রবার থেকে শুরু ডব্লিউপিএল দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে সরাসরি ম্যাচ। এখন শুধু শুক্রবার সন্ধ্যায় ঘড়িতে সাড়ে সাতটা বাজার অপেক্ষা।
আরও পড়ুন: আইপিএলের আগে চমক রাজস্থান রয়্যালসের, বাংলার প্রাক্তন কোচের হাতে স্পিনারদের দায়িত্ব




















