Bengal Cricket Team: বাংলা দলে ঋদ্ধিমান, সুদীপ, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বাদ পড়া ক্রিকেটার
Wriddhiman Saha: ঋদ্ধিমান যে বাংলার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলবেন, তাতে আনুষ্ঠানিকভাবে শিলমোহর পড়ল। আসন্ন মরশুমের জন্য ৩৮জন ক্রিকেটারের যে প্রাথমিক তালিকা সিএবি প্রকাশ করেছে, তাতে রয়েছে ঋদ্ধিমানের নাম।
সন্দীপ সরকার, কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে সস্ত্রীক দেখা করে এসেছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তারপরই বরফ গলার ইঙ্গিত ছিল। বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20) রশ্মি মেদিনীপুর উইজার্ডসের হয়ে মাঠেও নেমেছিলেন ঋদ্ধি। জানা গিয়েছিল, ঘরোয়া ক্রিকেটেও ফের বাংলার (Bengal Cricket Team) হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার। ত্রিপুরা ক্রিকেট সংস্থার কাছে নো অবজেকসন সার্টিফিকেট চাইবেন জাতীয় দলের হয়ে ৪০ টেস্ট খেলা ক্রিকেটার, সেটাও জানা গিয়েছিল।
ঋদ্ধিমান যে বাংলার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলবেন, তাতে আনুষ্ঠানিকভাবে শিলমোহর পড়ল। আসন্ন মরশুমের জন্য ৩৮জন ক্রিকেটারের যে প্রাথমিক তালিকা সিএবি প্রকাশ করেছে, তাতে জ্বলজ্বল করছে ঋদ্ধিমানের নাম। মনোজ তিওয়ারি গত মরশুমে অবসর নিয়েছেন। রঞ্জি ট্রফিতে ঋদ্ধিই যে বাংলার ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা হতে চলেছেন, বলার অপেক্ষা রাখে না।
ঋদ্ধিমানের পাশাপাশি আর এক বঙ্গসন্তান ত্রিপুরা ছেড়ে বাংলার ফিরলেন। তিনি, সুদীপ চট্টোপাধ্যায়। এক সময় বাংলা দলকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ভারতীয় এ দলেও। তবে ঋদ্ধিমানের সঙ্গে বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে খেলছিলেন সুদীপ। তাঁকেও ফেরানো হয়েছে বাংলার সম্ভাব্য দলে।
যদিও দল নিয়ে প্রশ্ন তুলেছেন এক সময় বাংলার হয়ে খেলা ক্রিকেটার জয়জিৎ বসু। বাংলার হয়ে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পাশাপাশি ৮টি লিস্ট এ ম্যাচ খেলেছেন জয়জিৎ। বাংলার জার্সিতে তিনি শেষ খেলেছিলেন ২০১৪ সালে। জয়জিৎ ফেসবুকে লিখেছেন, 'সর্বোচ্চ স্কোরারদের তালিকা থেকে শুধু চার নম্বরকে বাদ দেওয়া হয়েছে।' সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের স্ক্রিনশটও দিয়েছেন তিনি। গত মরশুমে মহমেডানের হয়ে স্থানীয় লিগে ১১৩২ রান করেছিলেন জয়জিৎ। তিনি সুযোগ পাননি। যদিও তাঁর চেয়ে কম রান করা অঙ্কুর পাল, শুভঙ্কর বলরা সম্ভাব্য দলে রয়েছেন। তা নিয়েই প্রশ্ন তুলেছেন জয়জিৎ।
বাংলার সম্ভাব্য দল: অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), শুভঙ্কর বল (উইকেটকিপার), অগ্নিভ পান (উইকেটকিপার), সৌরভ পাল, শুভম চট্টোপাধ্যায়, অঙ্কুর পাল, কাজি জুনেইদ সইফি, শুভম দে, অভিলীন ঘোষ, প্রিয়াংশু গৌরব শ্রীবাস্তব, শাহবাজ আমেদ, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্বিক চট্টোপাধ্যায়, বিকাশ সিংহ, কর্ণ লাল, শুভম সরকার, সক্ষম চৌধুরী, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, সূরয সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রবি কুমার, যুধাজিৎ গুহ, রোহিত কুমার, সৌম্যদীপ মণ্ডল, অনন্ত সাহা, ঋষভ বিবেক, সৈয়দ ইরফান আফতাব, বৈভব যাদব, আমির গনি ও সুজিত কুমার যাদব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।