এক্সপ্লোর
WTC Final 2023: চা বিরতির আগেই ফিরলেন দুই ভারতীয় ওপেনার, ফের ম্যাচের রাশ অজিদের হাতে
IND vs AUS: অস্ট্রেলিয়ার হয়ে একটি উইকেট নেন প্যাট কামিন্স, একটি নেন স্কট বোল্যান্ড।

রোহিতকে ফেরালেন কামিন্স (ছবি: আইসিসি ট্যুইটার)
লন্ডন: ৩০ রান যোগ করে শুরুটা বেশ ভালই করেছিল ভারতীয় দলের ওপেনাররা। তবে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। চা বিরতিতে দুই উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে ভারত। বর্তমানে ভারতের হয়ে ক্রিজে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি রয়েছেন। এই ম্যাচে ভারতের ভাগ্য অনেকটাই কিন্তু এই দুই তারকার ওপর নির্ভরশীল।
অস্ট্রেলিয়ার হয়ে একটি উইকেট নেন প্যাট কামিন্স, একটি নেন স্কট বোল্যান্ড। রোহিতকে ১৫ রানে ফেরান কামিন্স। বোল্যান্ডের বল বুঝতে ভুল করে ১৩ রানে বোল্ড হন শুভমন গিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















