(Source: ECI | ABP NEWS)
Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন, কালো আর্মব্যান্ড পরে মাঠে গিল, রাবাডারা
WTC Final 2025: আজ থেকে ভারত ও ভারতীয় এ দল ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ খেলতে নামবে। আবার ইংল্যান্ডেই লর্ডসেই এই মুহূর্তে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

লন্ডন: আমদাবাদের বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। মোট ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এবার শোকজ্ঞাপন ২২ গজেও। ইংল্য়ান্ডে খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল, আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে দু দেশের পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। আজ থেকে ভারত ও ভারতীয় এ দল ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ খেলতে নামবে। আবার ইংল্যান্ডেই লর্ডসেই এই মুহূর্তে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দিনের খেলা শুরুর আগেই দুটো ম্য়াচেই প্লেয়ারদের দেখা গেল কালো আর্মব্য়ান্ড পরে মাঠে নামতে।
লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে খেলা শুরুর আগেই দু দলের ক্রিকেটারদের দেখা যায় কালো আর্মব্যান্ড পরে কিছুক্ষণ মৌনতা পালন করতে। বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া যাত্রীদের ও মেডিক্যাল কলেজের প্রয়াত স্টুডেন্টদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ মৌনব্রত পালন করার পরই খেলা শুরু হয়।
আবার ভারত ও ভারতীয় এ দলের মধ্য়ে যে ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ শুরু হয়েছে চারদিনের। সেই খেলার আগেও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন প্লেয়াররা। ১ মিনিট নীরবতা পালনের পরই খেলা শুরু করা হয়।
এদিকে, দেশের ইতিহাসে অন্য়তম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা। গতকাল রাতে প্রথম দফার উদ্ধারকাজ শেষ। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। সেনা এবং NDRF-এর সঙ্গে হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ। মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজের হস্টেলের সামনে পড়ে বোয়িং বিমানের ডানা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হস্টেল। দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ।
ইতিমধ্য়েই আমদাবাদে ঘটনাস্থলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেহ শনাক্ত করতে রাতভর হাসপাতালে DNA নমুনা সংগ্রহ। বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ, গড়া হল টিম। আমদাবাদে পৌঁছল ব্রিটেনের বিশেষজ্ঞ দল। সাতসকালে দুর্ঘটনাস্থলে এয়ার ইন্ডিয়ার CEO। মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজের হস্টেলের সামনে পড়ে বোয়িং বিমানের ডানা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হস্টেল। দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ।
বিমানে পাইলট ও কেবিল ক্রু মিলে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্য়ে মাত্র একজন অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। মারা গিয়েছেন বাকিরা সবাই। এছাড়াও সামনেই যে মেডিক্যাল কলেজে বিমানটি পড়ে বিস্ফোরণ হয়, সেখানে ২৪ জনের মৃত্যু হয়েছে।




















