WTC Final 2025: জ্বলে উঠছেন রাবডারা, চাপ বাড়ছে স্মিথদের, প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার ৪ উইকেটের পতন
South Africa vs Australia WTC Final: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ করে দিলেন কাগিসো রাবাডারা।

লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাের প্রথম দিনের প্রথম সেশনের রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ করে দিলেন কাগিসো রাবাডা, মার্কো ইয়েনসেনরা। প্রথম দিনের প্রথম সেশনেই চারটি উইকেট খুঁইয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। একমাত্র স্টিভ স্মিথ ক্রিজে থিতু হয়ে এখনও অপরাজিত রয়েছেন। তবে খাওয়াজা, হেডের মত তারকা ব্যাটাররা ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে।
আগেই দুটো দলই একাদশ ঘোষণা করে দিয়েছিল। টানা দ্বিতীয়বার টেস্ট চ্য়াম্পিয়নশিপ খেতাব জিততে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। অন্য়দিকে প্রথমবার এই ট্রফি জিততে নেমেছে প্রোটিয়া শিবির। আজ প্যাট কামিন্সের সঙ্গে টস করতে আসেন তেম্বা বাভুমা। লর্ডসের উইকেট মানেই এখানে বাউন্স ও স্যুইং দুইয়েরই দেখা মিলবে। কিন্তু রাবাডার প্রথম ওভার দেখার পর মনে হচ্ছিল যে বল উঠতেই চাইছে না। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন মার্নাস লাবুশেন ও ওসমান খাওয়াজা। রাবাডার প্রথম তিনটি ওভার একাই খেলেন খাওয়াজা। কিন্তু পারেননি এক রানও করতে। শেষ পর্য়ন্ত ২০ বলে খাতা না খুলেই প্যাভিলিয়ন ফেরেন রাবাডার বলেই ক্যাচ আউট হয়ে। মার্নাস লাবুশেন চেষ্টা করছিলেন ক্রিজে সেট হওয়ার। ৫৬ বলে খেলে ১৭ রান করেও ফেলেছিলেন। কিন্তু তিনিও আউট হয়ে যান। এবার ফিরিয়ে দেন মার্কো ইয়েনসেন। তাঁর বলে উইকেটরক্ষক ভেরেইনি নিঁখুত ক্যাচ লুফে নেন। তবে আজকের খেলার এখনও পর্যন্ত সেরা ক্যাচটি বোধহয় ধরে নিয়েছেন এইডেন মারক্রাম। ক্যামরন গ্রিনকে ৩ নম্বর পজিশনে নামিয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। রাবাডার দ্বিতীয় শিকার হয়ে ফেলেন তিনি। থার্ড স্লিগে দুর্দান্ত লো ক্যাচ লুফে নেন মারক্রাম। ট্রাভিস হেড এই ম্য়াচে নামার আগে আইপিএলে খেলে এসেছেন। করোনা আক্রান্তও হয়েছিল। যদিও আইসিসি ইভেন্টের ফাইনালে হেডের ব্যাট বরাবরই কথা বলে। এদিন প্রথম ইনিংসে কিন্তু তেমনটা হল না। শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করছিলেন। ১৩ বলে ১১ রান করে ফিরে যান তিনি ইয়েনসেনের বলে ক্যাচ আউট হয়ে।
View this post on Instagram




















