WTC Final 2025: অব্যাহত লড়াই, WTC ফাইনালে দ্বিতীয় দিনের লাঞ্চের আগে বাভুমাকে হারিয়েও ৭৮ রান তুলল দক্ষিণ আফ্রিকা
South Africa vs Australia: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকা আপাতত অস্ট্রেলিয়ার থেকে ৯১ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2025) প্রথম দিনে দুরন্ত বোলিংয়ের পরেও, অস্ট্রেলিয়ার বিরদ্ধে (South Africa vs Australia) ব্যাট করতে নেমে ৪৩ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল রাতে অত্যন্ত মন্থর গতিতেই ব্যাটিং করছিল রামধনুর দেশ। ম্যাচে অজ়িরাও বেশ দারুণভাবে ফিরে এসেছিলেন।
তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বেশ লড়াই করল দক্ষিণ আফ্রিকা। ৭৮ রানে যোগ করেন তাঁরা। তবে দুর্ভাগ্যবশত ছন্দে থাকা অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma) সাজঘরে ফেরেন। প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১২১ রান। বেডিংহ্যাম ৩৯ ও ভিরেইনা ১১ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। আপাতত অস্ট্রেলিয়ার থেকে ৯১ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়া দল।
Temba Bavuma and David Bedingham's superb efforts help reel in Australia's lead 👊#SAvAUS
— ICC (@ICC) June 12, 2025
Follow the #WTC25 Final LIVE ➡️ https://t.co/LgFXTd0RHt pic.twitter.com/WqXfdd82fA
এদিন শুরুটা ৪৩ রানে করেছিল দক্ষিণ আফ্রিকা। ২৪তম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করে প্রোটিয়া দল। স্টার্কের বলে চার মেরেই দলকে এই গণ্ডি পার করান বাভুমা। অপরপ্রান্তে বেডিংহ্যাম দীর্ঘ সময় কেবল রক্ষণ করে ক্রিজে কোনওরকমে টিকে ছিলেন। তবে অপরপ্রান্তে বাভুমাকে বেশ ভাল ছন্দে দেখায়। স্টার্ক, হ্যাজেলউডের বিরুদ্ধে কভার ড্রাইভ, কামিন্সের বিরুদ্ধে দুরন্ত পুল শটে ছক্কা হাঁকান তিনি।
বেডিংহ্যাম ও বাভুমার লড়াইয়ে বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুইজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন। শতরানের দোরগোড়ায় পৌঁছে যায় প্রোটিয়া দল। তবে ঠিক তখনই প্রোটিয়া অধিনায়ককে সাজঘরে ফেরান অজ়ি অধিনায়ক কামিন্স। কভারে ডান দিকে লাফিয়ে দুরন্ত ক্যাচ ধরেন মার্নাস লাবুশেন। পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
A stunning catch from Marnus Labuschagne to remove Temba Bavuma in the #WTC25 Final 😲
— ICC (@ICC) June 12, 2025
Watch 👉 https://t.co/BZICeC71OJ pic.twitter.com/o4wX3ELWFg
এমন পরিস্থিতিতে বেডিংহ্য়ামকে ক্রিজে যোগ দিতে নামেন কাইল ভিরেইনা। তিনি ও বেডিংহ্যাম মিলেই লাঞ্চের আগে দ্বিতীয় দিনে আর যাতে কোনও উইকেট না পড়ে, তা সুনিশ্চিত করেন। প্রোটিয়া সমর্থকরা চাইবেন এই দুই ব্যাটার যেন লাঞ্চের পরেও দীর্ঘক্ষণ ব্যাট করেন। এঁরাই প্রোটিয়া দলের শেষ ব্যাটিং জুটি, তাই তাঁদের ওপরেই দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব। এবার দেখার বেডিংহ্যামরা কত রান যোগ করতে পারেন।



















