WTC Points Table: শীর্ষে অস্ট্রেলিয়া, WTC টেবিলে লাফ প্রাক্তন চ্যাম্পিয়ন নিউজ়িল্যান্ডের, ক্রমেই চাপ বাড়ছে ভারতের
WTC 2027 Standings: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আপাতত ভারতের থেকে পাকিস্তানও এগিয়ে রয়েছ।

দুবাই: গতকাল ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ দখল করেছিল অস্ট্রেলিয়া। সোমবার ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে অজ়িদের পড়শি নিউজ়িল্যান্ডও তিন ম্যাচের সিরিজ়ে কবজা করল। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে (WTC Points Table) আরও এগোল কিউয়িরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭-র তালিকায় আপাতত অস্ট্রেলিয়াই এক নম্বরে রয়েছে। ২০২৭ সাইকেলে নিজেদের সবকয়টি ম্যাচ জিতে একেবারে ১০০ শতাংশ রেকর্ড নিয়ে একে অজ়িরা। মাউন্ট মাঙ্গানুইতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জিতে আরেক প্রাক্তন চ্যাম্পিয়ন নিউজ়িল্যান্ড তিন নম্বর থেকে তালিকায় দুইয়ে উঠে এল। নিউজ়িল্যান্ডের দখলে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট রয়েছে। কিউয়িদের এই উন্নতিতে এক ধাপ পিছিয়ে গেল বর্তমান টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি, ভারতকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে রয়েছে। তাদের দখলে রয়েছে ৭৫ শতাংশ পয়েন্ট। ভারতীয় দল এখন ষষ্ঠ স্থানে রয়েছে, শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। যেখানে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ১০০। এই পার্থক্য থেকেই স্পষ্ট যে, টিম ইন্ডিয়ার ফাইনালে যাওয়ার আশা কমেছে। এমনকী, পয়েন্ট টেবিলে পাকিস্তানও ভারতের চেয়ে এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
A strong start to New Zealand's #WTC27 campaign 🙌
— ICC (@ICC) December 22, 2025
More from the #NZvWI series📲 https://t.co/1eslGLc9qx pic.twitter.com/jM91wt4WNL
মাউন্ট মাঙ্গানুইতে আজই ওয়েস্ট ইন্ডিজ় বনাম নিউজ়িল্যান্ডের (NZ vs WI) তিন ম্যাচের টেস্ট সিরিজ় সমাপ্ত হয়েছে। তৃতীয় টেস্টে ৩২৩ রানের বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সিরিজ় ২-০ নিজেদের নামে করেছে কিউয়িরা। নিউজ়িল্যান্ডের এই সিরিজ় জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগর তিনি। সিরিজ়ে মোট ২৩ উইকেট নিয়েছেন জেকব ডাফি। শেষ ইনিংসেও পাঁচ উইকেট নেন তিনি। এর সুবাদেই নতুন ইতিহাস রচনা করলেন ডান হাতি ফাস্ট বোলার।
তাঁর নেওয়া এক ক্যালেন্ডার বর্ষে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৮১টি উইকেটই কোনও নিউজ়িল্যান্ড বোলারের সর্বকালের সর্বোচ্চ। স্যর রিচার্ড হ্যাডলির চার দশক পুরনো ৮০ উইকেটের রেকর্ড ভেঙে এই নতুন ইতিহাস গড়লেন তিনি।




















