(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS 1st Test: রাহুলের সেঞ্চুরি হাতছাড়া হলেও যশস্বীর শতরানের দাপটে প্রথম সেশনেই ২৫০ পার করল ভারত
IND vs AUS 1st Test: পারথে প্রথম টেস্টের প্রথম সেশন শেষে যশস্বী জয়সওয়াল ১৪১ ও দেবদূত পাড়িক্কাল ২৫ রানে অপরাজিত রয়েছেন।
পারথ: তৃতীয় দিনের প্রথম সেশনে উঠল মোট ১০৩ রান। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সেঞ্চুরি হাঁকালেও ৭৭ রানে ফিরতে হল রাহুলকে। যশস্বী ১৪১ ও দেবদূত পাড়িক্কাল ২৫ রানে অপরাজিত রয়েছেন।ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের সময় ভারতের স্কোর ২৭৫ রানে এক উইকেট। টিম ইন্ডিয়া আপাতত ৩২১ রানে এগিয়ে।
দিনের শুরুটা করেছিলেন রাহুল ও যশস্বী। দুই তারকাকেই শুরু থেকে বেশ ছন্দে দেখাচ্ছিল। রান করার সুযোগ হাতছাড়া করেননি দুইজনের কেউই। গতকালল ৯০ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন যশস্বী। নিজের প্রথম টেস্ট খেলছেন অস্ট্রেলিয়াতে। সেই ম্যাচেই শতরানের হাতছানি, সাধারণত যে কোনও তরুণ তুর্কিরই একটু নার্ভাস থাকার কথা। কিন্তু বিন্দুমাত্র তেমনটা দেখা গেল না। হ্যাজেলউডের বলে আপার কাটে ছয় মেরে সেঞ্চুরি পূরণ করাটা সেই আত্মবিশ্বাসেরই পরিচয় দেন। এক দশক আগে এই ম্যাচে যশস্বীর ওপেনিং পার্টনার কেএল রাহুল সিডনিতে ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ছিল অজ়িভূমে কোনও ভারতীয় ওপেনারের শেষ সেঞ্চুরি। তার এক দশক পর আবারও কোনও ভারতীয় ওপেনার সেঞ্চুরি করলেন।
রাহুলের ও যশস্বী প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসাবে দু'শো রানের পার্টনারশিপও করে ফেলেন। তবে তারপরেই রাহুলকে সাজোঘরে ফেরান মিচেল স্টার্ক। ৭৭ রানে নজরকাড়া ইনিংস খেলে ফেরেন রাহুল। রাহুলের আউট হওয়ার পরেই ক্রিজে ব্যাটল করতে নামেন আরেক তরুণ বাঁ-হাতি ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল। রাহুলের উইকেট হারালেও ভারতীয় দলের ওপর তার খুব একটা প্রভাব পড়েনি। পাড়িক্কালকে ব্যাটে নেমে বেশ ভাল ছন্দেই দেখা যায়।
That'll be Lunch on Day 3 of the 1st Test.
— BCCI (@BCCI) November 24, 2024
India lose the wicket of KL Rahul (77) in the morning session.
Yashasvi Jaiswal going strong on 141* alongside Devdutt Padikkal on 25*
Scorecard - https://t.co/gTqS3UPruo… #AUSvIND pic.twitter.com/9iGBFRTzCl
প্রথম সেশনে আর যাতে কোনও উইকেট না পড়ে, দুই তরুণ তুর্কি তা নিশ্চিত করেন। ইতিমধ্যেই দ্বিতীয় উইকেটে দুইজনে ৭৪ রান যোগ করে ফেলেছেন। লাঞ্চের পরে দুই তারকা ভারতীয় ইনিংসকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ম্যাচে ভারতের দখল আরও মজবুত করতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবেন। যশস্বীও ব্যক্তিগত ১৫০ রানের দিকে এগোচ্ছেন। তিনি সেই গণ্ডি পার করতে পারেন কি না, সেটাই দেখার।