Indian Cricket Team: রোহিতের পরে কে হবেন পাকাপাকি ভারত অধিনায়ক? কী বলছেন বিশ্বজয়ী অলরাউন্ডারের বাবা?
Yograj Singh On Subhman Gill: দৌড়ে ছিলেন হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থরাও। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে গিলের ধারাবাহিক পারফরম্য়ান্সের জন্যই গিলকে বেছে নেওয়া হয়েছে সহ অধিনায়ক হিসেবে।

মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে শনিবার ১৮ জানুয়ারি। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকেই (Rohit Sharma)। তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে (Subhman Gill)। দৌড়ে ছিলেন হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থরাও। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে গিলের ধারাবাহিক পারফরম্য়ান্সের জন্যই গিলকে বেছে নেওয়া হয়েছে সহ অধিনায়ক হিসেবে। পাঞ্জাব তনয়কে রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়ায় খুশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিংহ। এমনকী গিলকে ভবিষ্যতের ভারত অধিনায়কও বেছে নিলেন বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডার যোগরাজ সিংহের বাবা।
সংবাদসংস্থা আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ''আমি ভীষণ খুশি। আমি নির্বাচকমণ্ডলী ও বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। সঠিক মানুষকে বেছে নেওয়ার জন্য। রোহিত এই দলটার নেতৃত্ব দেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর শুভমনকে সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। কারণ ওই আগামীতে ভারতীয় দলের নেতৃত্বভারও সামলাবে।''
যোগরাজ আরও বলেন, ''এটা ভীষণ প্রয়োজন যে কোনও প্লেয়ারকে তার খারাপ সময়ে বোর্ডের সমর্থন দেওয়া প্রয়োজন। কারণ সব প্লেয়ারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। আমি তো বলব অভিষেক শর্মাকেও দলে দেখতে চেয়েছিলাম। জাতীয় দলের জার্সিতে অভিষেকও বড় ভূমিকা নেবে ভবিষ্যতে।''
তবে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দৌড় থেকে কি ছিটকে গেলেন পন্থ? শনিবার জোরাল প্রশ্ন উঠে গেল। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের সহ অধিনায়ক বেছে নেওয়া হল শুভমন গিলকে। পন্থ দলে রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, কে এল রাহুল ওয়ান ডে ক্রিকেটে উইকেটকিপিং করতে রাজি হয়ে গেলে পন্থ দ্বিতীয় কিপার হিসাবে দলে থাকবেন। শুভমনকে সহ অধিনায়ক বেছে নেওয়ার মাধ্যমেই যেন পন্থকে বড় বার্তা দিলেন নির্বাচকেরা। ঠারেঠোরে যেন বুঝিয়ে দিলেন, ভারতীয় দলের ভবিষ্যতের নেতৃত্বের নীল নকশায় তিনি নেই।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস পন্থকে রিটেন করেনি। যা নিয়ে বিতর্কও হয়েছিল। পরে জানা গিয়েছিল, পন্থ নিজেই নাকি দিল্লি ক্যাপিটালসে থাকতে চাননি। চেয়েছিলেন নিলামের টেবিলে উঠতে। নিলাম থেকে তাঁকে রেকর্ড দামে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দলের নেতৃত্বভারও উঠতে পারে দিল্লির ক্রিকেটারের হাতে।
আইপিএল নিলামের পরই দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দল বলেছিলেন, পন্থ তাঁকে জানিয়েছেন যে, তিনি ভবিষ্যতে ভারতীয় দলের নেতৃত্বের দাবিদার হিসাবে নিজেকে মেলে ধরতে চান।




















