Yuzvendra Chahal: বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে কাউন্টি দলের হয়ে সই করলেন ভারতীয় তারকা বোলার
Kent: কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে তিনটি ম্যাচ খেলবেন ভারতীয় তারকা বোলার।
নয়াদিল্লি: ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক ভারতীয় দল ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই দলে সুযোগ পাননি ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। চলতি এশিয়া কাপের দলেও নেই তিনি। এই সুযোগে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তিনি। কাউন্টি দল (County Championship) কেন্টের (Kent) হয়ে তাঁকে খেলতে দেখা যাবে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনটি ম্যাচে খেলতে দেখা যাবে চাহালকে। তিনি কেন্টের হয়ে নটিংহ্যামশায়ার ও ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ঘরের মাঠে ও সামারসেটের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলবেন। কাউন্টি ক্রিকেট খেলতে চাহাল কিন্তু বেশ উৎসাহিত। কেন্টের তরফে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, 'কাউন্টি ক্রিকেটে খেলার এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি। মাঠে নামার তর সইছে না।'
ক্লাবের হেড কোচ পল ডাউনটউনও চাহালের মতো তারকা বোলারকে পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'মরশুমের শেষ তিন চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য যুজবেন্দ্রর মতো দক্ষতাসম্পন্ন একজন ক্রিকেটারকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। হামি কাদরি সম্প্রতি আহত হয়েছে আর ম্যাট পার্কিনসনও পরের বছরের আগে খেলতে পারবে না। এমন সময়ে ওঁর মতো একজন স্পিনারকে পাওয়া দারুণ। ও কাউন্টি ক্রিকেট খেলার জন্য় মুখিয়ে রয়েছে এবং ওর দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের দলকে নিঃসন্দেহে আরও শক্তিশালী করে তুলবে।'
✍️🇮🇳 We're delighted to announce the signing of India leg-spinner @yuzi_chahal for our remaining @CountyChamp matches!
— Kent Cricket (@KentCricket) September 6, 2023
চাহাল চলতি কাউন্টি মরশুমে দ্বিতীয় ভারতীয় হিসাবে কেন্টের হয়ে মাঠে নামতে চলেছেন। এর আগে জুন, জুলাই মাসে আরেক তারকা বোলার অর্শদীপ সিংহও কেন্টের জার্সি পরে পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিলেন। সেই পাঁচ ম্যাচে তিনি ১৩টি উইকেট সংগ্রহ করেছিলেন।
প্রসঙ্গত, কেন্ট আপাতত কাউন্টির ডিভিশন ১-এর লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে। তাঁদের পারফরম্যান্সে উন্নতি না হলে কিন্তু তাঁরা মরশুম শেষে অবনমিত হতে পারে। চাহাল তাঁদের অবনমনের হাত থেকে রক্ষা করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়। তাঁকে ২৭ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দল থেকে বাদ পড়েও, ভারতীয় সতীর্থদের বিশ্বকাপের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়ে মন জিতলেন ধবন