ICC Ranking: ৩৯ বছর বয়সে ব়্যাঙ্কিংয়ের সিংহাসনে সিকান্দার রাজা, নজির গড়লেন জিম্বাবোয়ের অলরাউন্ডার
ICC ODI Ranking: অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে বদল এসেছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের মেহদি হাসান মিরাজ। ষষ্ঠ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।

হারারে: বয়স চল্লিশ ছুঁইছুঁই। এই বয়সেই আইসিসি অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। আইসিসি ওয়ান ডে ফর্ম্যাটে অলরাউন্ডারদের যে তালিকা প্রকাশ করেছে সেখানেই ১ নম্বরে উঠে এসেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে জিম্বাবোয়েকে ০-২ ব্য়বধানে হারতে হয়েছে। তবে দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন রাজা সিরিজে। যার ফলে আফগানিস্তানের মহম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাইকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এসেছেন সিকান্দার রাজা।
অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে বদল এসেছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের মেহদি হাসান মিরাজ। ষষ্ঠ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্য়াকমুলেন আট নম্বরে রয়েছেন। ১০ নম্বরে রয়েছেন রাচিন রবীন্দ্র। ছয় নম্বরে রয়েছেন মিচেল স্যান্টনার। ভারতের একমাত্র রবীন্দ্র জাডেজা রয়েছেন প্রথম দশে। তিনি ৯ নম্বরে রয়েছেন। সিকান্দার রাজা ব্যাটারদের ক্রমতালিকায় কেরিয়ারের সেরা ২২ নম্বরে উঠে এসেছেন। বোলারদের তালিকাতেও ওয়ান ডে ক্রমতালিকায় ভারতের একমাত্র রবীন্দ্র জাডেজাই রয়েছেন প্রথম দশে। তিনি আট নম্বরে রয়েছেন।
ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম পাঁচে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ২ নম্বরে ও বিরাট চার নম্বরে রয়েছেন। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। টেস্ট ও টি-টােয়েন্টি ফর্ম্য়াটে এখন আর খেলেন না দুই তারকা ব্যাটার। এই পরিস্থিতিতে ওয়ান ডে ফর্ম্য়াটে আগামী অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত ও বিরাট আর মাঠে নামবেন না। এখন দেখার কতদিন পর্যন্ত ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকতে পারেন রোহিত ও বিরাট। এই তালিকায় শীর্ষে আছেন শুভমন গিল।
রোহিত এবং কোহলি দুজনেই শেষবার ফেব্রুয়ারি ২০২৫-এ সংযুক্ত আরব আমিরশাহিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এক দিনের ম্যাচ খেলেছিলেন, যেখানে তাঁরা ভারতের খেতাব জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু তাঁরা আরও দু বছর আদৌ খেলা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান নির্বাচকরা। এমনকী অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করেন যে দুজন তারকা ব্যাটারকে ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য় কঠোর লড়াই করতে হবে। যেভাবে নতুন নতুন প্রতিভা উঠে আসছে, তাতে ৩৬ ও ৩৮ পেরনো দুজনের পক্ষে খেলা চালিয়ে যাওয়াটা কিছুটা চাপেরই।




















