![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
World Blood Donor Day: আত্মীয়ের সংকট দেখেছেন, রক্তদান করে এলেন সচিন
সোমবার তাঁর বন্ধু ও পরিচিতদের নিয়ে রক্তদান করে এলেন সচিন।
![World Blood Donor Day: আত্মীয়ের সংকট দেখেছেন, রক্তদান করে এলেন সচিন Cricketer Sachin Tendulkar donates blood on the occasion of World Blood Donor Day World Blood Donor Day: আত্মীয়ের সংকট দেখেছেন, রক্তদান করে এলেন সচিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/14/80348c1704efba98f4281e94bca4ea6a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সোমবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস। এদিন উদাহরণ তৈরি করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি নিজে রক্ত দিলেন। সেই সঙ্গে রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের কাছে আবেদন করলেন মাস্টার ব্লাস্টার।
করোনাকালে রক্তের সংকট চলছে সর্বত্র। রক্তদানের সঙ্গে দীর্ঘদিন জড়িতরা বলছেন, এবার জোড়া কারণে সংকট বেড়েছে। প্রথমত, করোনা আবহে রক্তের চাহিদা বেড়েছে আরও। সেই সঙ্গে বন্ধ রয়েছে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির। এমনকী, যাঁরা রক্তদান করতেন নিয়মিত, করোনার আশঙ্কায় তাঁদেরও অনেকে হাসপাতালে বা ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করার সাহস দেখাচ্ছেন না। দ্বিতীয়ত, এবার পাঁচ রাজ্যে ভোট ছিল। বাংলা-সহ সব রাজ্যেই বিভিন্ন রাজনৈতিক দল সারা বছর যে সমস্ত রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, নির্বাচনের আবহে তাও বন্ধ ছিল। তাই শুধু বাংলাই নয়, গোটা দেশেই রক্তের আকাল।
এই পরিস্থিতিতে সোমবার তাঁর বন্ধু ও পরিচিতদের নিয়ে রক্তদান করে এলেন সচিন। সেই সঙ্গে সকলকেই রক্তদানে উৎসাহ দিলেন। মাস্টার ব্লাস্টার আর্জি জানালেন, সকলেরই রক্তদানে এগিয়ে আসা উচিত। কারণ রক্ত বহু মানুষের জীবন রক্ষা করে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও-ও পোস্ট করেছেন সচিন। সেখানে তিনি জানিয়েছেন, কয়েক মাস আগে তাঁর এক আত্মীয়কে কীভাবে রক্তের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছিল। পাশাপাশি তাঁর আবেদন, 'রক্ত দিন। কাছাকাছি ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করুন। আপনাকে সাহায্য করতে ওঁরা তৈরি।'
সচিন বিভিন্ন সময়েই সামাজিক দায়বদ্ধতার কাজ করে থাকেন৷ করোনাকালেও তিনি বহুবার সরকার ও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় তিনি দেড় কোটি টাকা দান করেছিলেন অক্সিজেনের জোগানের জন্য। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পর সচিন নিজে করোনা ভাইরাস আক্রান্ত হন৷ করোনা জয় করার পর সচিন করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন কনসেনট্রেটর দান করেছিলেন৷ সোমবার রক্তদান করে আরও এক সামাজিক দায়িত্ব পালন করলেন তিনি৷
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)