Shahid Afridi on Pakistan Cricket: পাকিস্তান জাতীয় দলে খেলা এখন খুব সহজ হয়ে গিয়েছে, বিস্ফোরক শাহিদ আফ্রিদি
নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোর দিকে আঙুল তুললেন আফ্রিদি। তাঁর মতে পাকিস্তানের জাতীয় দলে এখন খুব সহজেই তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে যাচ্ছেন। তাঁর মতে, এর ফলে দলের পারফরম্যান্সও বাজে হচ্ছে।
করাচি: শাহিদ আফ্রিদি মানেই বিস্ফোরক মন্তব্যের আভাস। ফের তেমনই একটি মন্তব্য করে বসলেন এই প্রাক্তন পাক অলরাউন্ডার। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোর দিকে আঙুল তুললেন আফ্রিদি। তাঁর মতে পাকিস্তানের জাতীয় দলে এখন খুব সহজেই তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে যাচ্ছেন। কোনওরকম সঠিক প্রশিক্ষণ না নিয়েই জাতীয় দলে তারা সুযোগ পেয়ে যাচ্ছে বলে দলেরও হাল এত খারাপ মনে করেন আফ্রিদি।
আফ্রিদি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন পাকিস্তানের জাতীয় দলে খেলা ও সুযোগ পাওয়া খুবই সহজ হয়ে গিয়েছে। তরুণ ক্রিকেটাররা খুব সহজেই জাতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন। তবে আগে কিন্তু ছবিটা এমন ছিল না। তখন একজন পেশাদার ক্রিকেটার ভাল পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে একদম শেষে জায়গা করে নিতেন।’
এরপরই নির্বাচক ও পাক ক্রিকেট বোর্ডকে নাম না করেও একহাত নেন আফ্রিদি। তিনি বলেন, ‘কেন পাকিস্তান জাতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা এতটা সহজ ? আমি দেখে ভীষণ হতাশ যে, একজন তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ভাল ইনিংস খেলেই অথবা শুধুমাত্র পিএসএলে একটু পারফরম্যান্স করেই জাতীয় দলে জায়গা করে নিচ্ছে। এটা কখনওই উচিত নয়।’
প্রাক্তন পাক অধিনায়ক আরও বলেন, ‘পাক বোর্ডের উচিত তাদের তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলতে নির্দেশ দেওয়া। ঘরোয়া ক্রিকেটে একজন যত বেশ পারফর্ম করতে পারবে, ততই সেই আরও বেশি করে সে আন্তর্জাতিক ক্রিকেটে এসে সফল হতে পারবে। কারণ এই মঞ্চে এসে মানসিক কাঠিন্য দরকার পড়ে।’
যদিও আফ্রিদি মনে করেন একটি অথবা দুটো পারফরম্যান্সের ওপর বিবেচনা করে কখনওই একজন ক্রিকেটারকে বাদ দেওয়া উচিত নয়। মহম্মদ আমিরকে বাদ দেওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আগেও মুখ খুলেছিলেন আফ্রিদি। তিনি বলেন, ‘যদি কোনও ক্রিকেটার জাতীয় দলের হয়ে পারফর্ম করতে না পারে, তবে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে পাঠিয়ে দেওয়া উচিত। প্রত্যেক ক্রিকেটারের বোঝা উচিত আন্তর্জাতিক ক্রিকেটের মর্ম।’