Chahal Dhanashree: চাহাল-ধনশ্রীর বিয়ে ভাঙছে? শোরগোল ভারতীয় ক্রিকেটমহলে, সত্যিটা কী?
Team India News: বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআইয়ের একটি ট্যুইট নিয়ে শোরগোল পড়ে যায়। সেই ট্যুইটে জানানো হয় যে, পাঞ্জাব হাইকোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা।
![Chahal Dhanashree: চাহাল-ধনশ্রীর বিয়ে ভাঙছে? শোরগোল ভারতীয় ক্রিকেটমহলে, সত্যিটা কী? Cricketer Yuzvendra Chahal Actor Dhanashree Verma files divorce Punjab court fake news clarifies ANI Chahal Dhanashree: চাহাল-ধনশ্রীর বিয়ে ভাঙছে? শোরগোল ভারতীয় ক্রিকেটমহলে, সত্যিটা কী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/4e51892f36463a531c4d0bb218c6f4d3166082249354350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হারারে: বৃহস্পতিবারও তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন। বল হাতে তুলে নিয়েছেন তিন উইকেটও। কিন্তু মাঠের বাইরে আচমকা ঝড় উঠল যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে।
কীরকম? বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআইয়ের একটি ট্যুইট নিয়ে শোরগোল পড়ে যায়। সেই ট্যুইটে জানানো হয় যে, পাঞ্জাব হাইকোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা। ভারতীয় ক্রিকেট মহলেও তোলপাড় পড়ে যায়। চাহাল ও ধনশ্রীর প্রেম ও বিয়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা কাহিনিগুলির মধ্যে একটি। লেগস্পিনারকে প্রায়ই দেখা যায়, স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে।
যে কারণে তাঁদের সম্ভাব্য বিচ্ছেদের খবর শুনে হতবাক হয়ে যায় সকলে। জোর আলোচনা শুরু হয়ে যায়, কী এমন হল যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দুজনে।
আসল ঘটনা জানা যায় পরে। সংবাদসংস্থা এএনআই থেকে ট্যুইট করে জানানো হয় যে, আগের ট্যুইটটি ভুয়ো। কেউ এএনআইয়ের লোগো নকল করে ওই ট্যুইটটি করেছে। চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদ হচ্ছে, এরকম কোনও খবরের কোনও ভিত্তি নেই বলেও জানানো হয়।
Please note: All three are fake accounts impersonating ANI. No such news has been flashed. pic.twitter.com/rIRwhzneit
— ANI (@ANI) August 18, 2022
ধনশ্রী নিজে কোরিওগ্রাফার। তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও বেশ জনপ্রিয়। শ্রেয়স আইয়ার থেকে শুরু করে ঋষভ পন্থ, প্রায়ই ধনশ্রীর সঙ্গে নাচের ভিডিও পোস্ট করেন। এমনকী, যে দলের হয়ে চাহাল আইপিএল খেলেন, সেখানেও বেশ জনপ্রিয় ধনশ্রী। একটা সময় চাহাল যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতেন, বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্সরা নিয়মিত ধনশ্রীর সঙ্গে ছবি পোস্ট করতেন। এখন চাহাল খেলেন রাজস্থান রয়্যালসে। জস বাটলারকেও ধনশ্রীর সঙ্গে নাচের স্টেপে পা মেলাতে দেখা গিয়েছে।
ঘটনার সূত্রপাত, চাহালপত্নীর ‘চাহাল’ পদবী সরিয়ে নেওয়া থেকেই। এরই মধ্যে চাহালের স্ত্রী ধনশ্রীর নতুন পোস্ট ঘিরে জল্পনার জল বহুদূর গড়ায়। ইন্সটাগ্রামে সদ্য যে পোস্টটি করেছেন ধনশ্রী, তার ক্যাপশনে তিনি লিখেছেন, “একজন রাজকন্যা তার কষ্টকে বারবার শক্তিতে পরিণত করবে”। সেই পোস্টের কমেন্টে একাধিক ইন্সটাগ্রাম ব্যবহারকারী প্রশ্ন করতে থাকেন, “যুজি ভাইকে কি ডিভোর্স দিচ্ছেন”? কেউ তো আবার বলেন, “ম্যাম ডিভোর্স হয়ে গেল নাকি আপনার?” কেউ বা আবার জানতে চায়, “ডিভোর্স হবে বলে কি কষ্ট পাচ্ছেন আপনি?”
যদিও সেই জল্পনায় ইতি টেনেছে খোদ সংবাদসংস্থাই।
আরও পড়ুন: 'কেকেআর রিটেন না করাই খুশিই হয়েছি', প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক গিল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)