Virat Kohli: পরিবারে নতুন সদস্যের আগমন, কিংকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মাস্টার ব্লাস্টারের
Sachin Wish Virat And Anushka: সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বজুড়ে শুভেচ্ছা বার্তা পাঠানো শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।
মুম্বই: বাবা হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এর আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিরাটের (Virat Kohli) স্ত্রী অনুষ্কা (Anushka Sharma)। এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলি অভিনেত্রী। গতকালই তারকা দম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সন্তানের জন্মগ্রহণের কথাটি। গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্কার (Anushka Sharma) কোলে আসে তাঁদের প্রথম পুত্র সন্তান। নাম রেখেছেন অকায়। যার অর্থ উজ্জ্বল চাঁদ। আর বিরাটের পরিবারে এই খুশির খবর শোনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বজুড়ে শুভেচ্ছা বার্তা পাঠানো শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। তিনি কি লিখেছেন?
নিজেদের সোশ্য়াল মিডিয়ায় বিরাট ও অনুষ্কা লেখেন, ''সবাইকে জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে, ভামিকার ছোট ভাই অকায়কে আমরা এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভকামনা ও আর্শীবাদের কামনা করছি। এই মূহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট ও অনুষ্কা।''
নিজের সোশ্য়াল মিডিয়ায় স্টোরিতে বিরুষ্কাকে শুভচ্ছা জানিয়ে পোস্ট করেছেন সচিন। তিনি লিখেছেন, ''অকায়ের আগমনে বিরাট ও অনুষ্কাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তোমাদের সুন্দর পরিবারের আরও একটি মূল্যবান রত্নের সংযোজন! ওর নাম যেমন ঘরকে আলোকিত করবে, তেমনি ও তোমাদের বিশ্বকে অফুরন্ত আনন্দ এবং হাসিতে পূর্ণ করবে। আগামী দিনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছ যা তোমরা সারাজীবন মনে রাখবে। বিশ্বে স্বাগতম, লিটল চ্যাম্প!''
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ছেলের জন্ম দেন অনুষ্কা। কিন্তু সে কথা এতদিন চেপেই ছিল। কেউ টেরও পায়নি। অবশেষে গতকাল জল্পনাই সত্যি হল। ছেলের নাম অকায় শোনার পর থেকেই অনেকেই আগ্রহী হয়ে পড়েন যে এই নামের মানে কি তা জানার জন্য। কী অর্থ এই নামের। কোথা থেকেই বা উৎপত্তি। বাংলা অভিধান অনুযায়ী এই শব্দটির অর্থ 'পরমাত্মা'। তবে এটাই কিন্তু এই নামের একমাত্র অর্থ নয়। এই শব্দের বিদেশি যোগও রয়েছে বটে। তুর্কি অভিধানেও 'অকায়' বলে এক শব্দ রয়েছে, যার অর্ধ 'উজ্জ্বল চাঁদ।'
এদিকে লন্ডনের রাস্তায় দেখা গিয়েছে বিরাট কোহলিকে। অনুষ্কা যে লন্ডনের কোনও হাসপাতালেই সন্তানের জন্ম দিয়েছে তা কিন্তু এর থেকে অনুমান কররাই যায়। এর আগে ২০২১ সালে কন্য়া সন্তান ভামিকার জন্ম দিয়েছিলেন অনুষ্কা।