Ronaldo on Drinking Water: ঠাণ্ডা পানীয় সরিয়ে টেবিলে রাখলেন জলের বোতল, উদাহরণ রোনাল্ডোর
ইউরো কাপে (EURO CUP) অভিযান শুরুর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দিলেন
বুদাপেস্ট: তিনি আর পাঁচজন তারকার চেয়ে অনেকটাই আলাদা। সব সময় যেন উদাহরণ তৈরি করেন। মাঠে তাঁকে আলিঙ্গন করার জন্য নিরাপত্তা বেষ্টনী ভেঙে কোনও ভক্ত ঢুকে পড়লে তিনি যে শুধু বুকেই টেনে নেন তা নয়, নিশ্চিত করেন যাতে নিরাপত্তারক্ষীরা সেই অনুগামীকে গ্রেফতার না করেন বা কোনও শাস্তি না দেন।
ইউরো কাপে (EURO CUP) অভিযান শুরুর আগে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দিলেন। টুর্নামেন্টের অফিসিয়াল সাংবাদিক বৈঠকে এসে সরিয়ে রাখলেন ঠাণ্ডা পানীয়ের বোতল। সেই জায়গায় রেখে দিলেন জলের বোতল। এবং আবেদন করলেন, 'জল পান করুন।'
অভূতপূর্ব এই ঘটনার পর রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। মুগ্ধ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। অনেকেই রোনাল্ডোর এই আচরণকে ভীষণ সাহসী বলে মন্তব্য করছেন। কারণ, যে ঠাণ্ডা পানীয়ের বোতল তিনি সরিয়ে রেখেছেন, সেটি শুধু নামী বহুজাতিক সংস্থার পণ্য তাই নয়, টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পনসরও। তবে সে সবের তোয়াক্কা করেননি রোনাল্ডো। বরং তাঁর মনে হয়েছে প্রচার করার চেয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঘটনাটি ঠিক কী? হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মঙ্গলবার রাতে ইউরো কাপে অভিযান শুরু করছে পর্তুগাল (Portugal)। সেই ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ‘সি আর সেভেন’। ইউরো অভিযান নিয়ে কথা বলার আগে টেবলের উপর থাকা দুটো ঠাণ্ডা পানীয়ের বোতল সরিয়ে সেখানে জলের বোতল রেখে রোনাল্ডো ফের বুঝিয়ে দিলেন যে, তিনি কতটা স্বাস্থ্য সচেতন। স্বভাবতই সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্তোসের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে এমন কাণ্ড ঘটান রোনাল্ডো। ঠাণ্ডা পানীয়ের বোতল সরিয়ে জলের বোতল হাতে নিয়ে তিনি বলেন, ‘জল পান করুন।’ কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, “আমার ছেলেকে প্রায়ই ঠাণ্ডা পানীয়, চিপস খেতে দেখি। বকলে লুকিয়ে নেয়। কিন্তু আমি ঘরে না থাকলে আবার সেগুলো বার করে খেতে শুরু করে। এগুলো শরীরের জন্য মোটেও ভাল নয়।” ফের একবার সেই সচেতনতার বার্তাই যেন দিলেন সিআরসেভেন।