Cristiano Ronaldo Record: কেরিয়ারের ৬১তম হ্যাটট্রিকে নতুন নজির রোনাল্ডোর
Cristiano Ronaldo: স্পোর্টির লিসবনের হয়ে তিন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১০৩, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১ ও জুভেন্তাসের হয়ে ৮১টি গোল করেছেন। আল নাসরের হয়ে এই নিয়ে পাঁচটি গোল হয়ে গেল রোনাল্ডোর।
রিয়াধ: নতুন মহাদেশ, নতুন ক্লাব, কিন্তু সেই চেনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আল নাসরের (Al Nassr) হয়ে নিজের কেরিয়ারের ৬১তম হ্যাটট্রিকটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। এই হ্যাটট্রিকের সুবাদেই তাঁর দল তো জয় পেলেই, পাশাপাশি এক নতুন নজিরও গড়লেন রোনাল্ডো। নিজের ক্লাব কেরিয়ারের ৫০০ গোল করে ফেললেন 'সিআর৭'।
রোনাল্ডোর নতুন নজির
আল ওয়েদার বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটের মাথাতেই প্রথম গোলটি করেন রোনাল্ডো। এটিই তাঁর ক্লাব কেরিয়ারের ৫০০তম গোল ছিল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রোনাল্ডো জোরাল শটে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় পেনাল্টি পায় আল নাসর। সেই পেনাল্টি থেকে গোল করেই নিজের ৬১তম হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। পর্তুগিজ তারকার গোলের খিদে কখনই কমে না। তিনি হ্যাটট্রিক করেই থামেননি। ম্যাচের ঘণ্টাখানেকের মাথায় রোনাল্ডোই চতুর্থ গোলটিও করেন।
কার হয়ে কত গোল?
এই চার গোলের পর রোনাল্ডোর ক্লাব কেরিয়ারে মোট ৫০৩ গোল হয়ে গেল। তিনি স্পোর্টির লিসবনের হয়ে তিন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১০৩, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১ ও জুভেন্তাসের হয়ে ৮১টি গোল করেছেন। আল নাসরের হয়ে এই নিয়ে পাঁচটি গোল হয়ে গেল তাঁর। পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তি রোনাল্ডো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা। দেশের জার্সি গায়েও তাঁর থেকে বেশি গোল করার কৃতিত্ব আর কারুর নেই। এতসব সত্ত্বেও, রোনাল্ডোর এই গোলের খিদেই তাঁকে বাকিদের থেকে হয়তো ভিন্ন করে। প্রসঙ্গত, রোনাল্ডোর চার গোলের সুবাদে ৪-০ জিতে সৌদির ফুটবল লিগ তালিকায় শীর্ষে দখল মজবুত করল আল নাসর।
Thanks for watching,
— AlNassr FC (@AlNassrFC_EN) February 9, 2023
The Super Hattrick show is over 😏💛 pic.twitter.com/YZEUBeouOI
বিশ্বকাপের মাঝপথেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তিক্ত সম্পর্কের অবসান ঘটিয়ে দল ছাড়েন রোনাল্ডোয়। বিশ্বকাপের পরেই তিনি আল নাসরে যোগ দেন। ইউরোপ ছাড়ায় রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে জল্পনা থাকলেও, এই পারফরম্যান্সের মাধ্য়মে রোনাল্ডো কিন্তু আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন। প্রসঙ্গত, গত শুক্রবারই আল নাসরের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে আল ফাতের বিরুদ্ধে স্টপেজ টাইমে পেনাল্টিতে গোল করেছিলেন রোনাল্ডো।
আরও পড়ুন: ভারত নয়, প্রথমবার সৌদিতে আয়োজিত হবে সন্তোষ ট্রফির সেমিফাইনাল, ফাইনাল