UEFA Champions League জোড়া গোল রোনাল্ডোর, সাত বছরে এই প্রথম ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারল বার্সেলোনা
২০১৩ সাল থেকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অপরাজিত থেকেছে মেসির দল। নিয়ে এখনও পর্যন্ত ৩৮টি ম্যাচে অপরাজিত ছিল তারা। সেই ধারা ভাঙল রোনাল্ডোর হাতে
বার্সেলোনা: ঘরের মাঠে যুভেন্তাসের কাছে লজ্জার হারের মুখ দেখতে হল মেসির বার্সেলোনাকে। পেনাল্টি থেকে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সাত বছরে এই প্রথমবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হারল বার্সা।
প্রথমার্ধের ১৩ মিনিট ও দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে জোড়া গেল করেন সিআর সেভেন। ম্যাচের ২০ মিনিটে যুভেন্তাসের পক্ষে দ্বিতীয় গোল করেন মার্কিন মিডফিল্ডার ম্যাকেনি।
করোনা আবহে একাধিক নিষেধাজ্ঞা বলবৎ ছিল। ন্যু ক্যাম্পের মাঠে খেলা হয় দর্শকহীন গ্যালারিতে। ম্যাচের শুরুতে মেসি ও রোনান্ডোকে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করতে।
তবে, ম্যাচের ৯০-মিনিটে কেবলমাত্র রোনান্ডোই আনন্দ উপভোগ করেন। দুবার চির-পরিচিত নিজস্ব ভঙ্গিমা ও ঢঙে য় গোল করার আনন্দ পালন করেন তিনি। তুলনায় গোটা সময়ে নিষ্প্রভ ছিলেন মেসি।
এই ম্যাচ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-তে গোল পার্থক্যের ভিত্তিতে শীর্ষস্থান দখল করেছে ইতালীয় ক্লাবটি। দ্বিতীয় স্থানে বার্সেলোনা। যদিও, উভয় ক্লাবের পয়েন্ট ১৫। এমনিতে, দুদলই নক-আউট পর্বে চলে গিয়েছে।
এর আগে, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত অক্টোবর মাসে তুরিনে হওয়া বার্সা-যুভেন্তাস ম্যাচে রোনাল্ডো খেলতে পারেননি। সেই ম্যাচটি ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।
সাত বছরে এই প্রথমবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হারল বার্সা। ২০১৩ সাল থেকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অপরাজিত থেকেছে মেসির দল। এই নিয়ে এখনও পর্যন্ত ৩৮টি ম্যাচে অপরাজিত ছিল তারা।