এক্সপ্লোর
Advertisement
CSK vs DC, IPL Match Preview: দিল্লির বিরুদ্ধে আজ কত নম্বরে ব্যাটিং করতে নামবেন ধোনি? ক্রিকেটমহলে আগ্রহ তুঙ্গে
রাজস্থানের বিরুদ্ধে হারের পর আজ ঘুরে দাঁড়ানোর লড়াই সিএসকে-র।
দুবাই: চলতি আইপিএল-এ আজ তৃতীয় ম্যাচ। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তরুণ শ্রেয়স আয়ারের লড়াই। আজ তৃতীয় ম্যাচ খেলতে নামছেন ধোনিরা। তাঁরা প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছেন। ফলে আজকের ম্যাচ ধোনিদের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। অন্যদিকে, দিল্লি আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। প্রথম ম্যাচে সুপার ওভারে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দিয়েছে দিল্লি। ফলে আজকের ম্যাচে আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবেন শ্রেয়স, ঋষভ পন্থরা।
আজকের ম্যাচে ধোনি কত নম্বরে ব্যাটিং করতে নামবেন, সেটা নিয়ে ক্রিকেটমহলে আগ্রহ রয়েছে। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে তিনি কেন সাত নম্বরে ব্যাটিং করতে নামলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে আজ ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে আগ্রহ রয়েছে। অন্যদিকে, শ্রেয়স কীভাবে তাঁর বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র কাগিসো রাবাডাকে ব্যবহার করবেন, সেটা নিয়েও আগ্রহ রয়েছে। ধোনি যদি শেষদিকে ক্রিজে থাকেন, তাহলে তাঁর সঙ্গে রাবাডার লড়াই জমতে পারে।
বোলিং বিভাগ নিয়ে শ্রেয়সের খুব একটা চিন্তা না থাকলেও, ধোনির যথেষ্ট চিন্তা রয়েছে। কারণ, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে প্রচুর রান দেন লুঙ্গি এনগিডি, পীযূষ চাওলা, রবীন্দ্র জাডেজারা। ভাল বোলিং করেন দীপক চাহার ও স্যাম কারান। ফলে ধোনি আজ তাঁর বোলারদের কীভাবে ব্যবহার করেন, সেদিকে তাকিয়ে দর্শক থেকে বিশেষজ্ঞরা।
চেন্নাইয়ের বিরুদ্ধে আজ শ্রেয়সের বড় অস্ত্র হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এই অভিজ্ঞ অফস্পিনার অতীতে চেন্নাইয়ের হয়ে খেলেছেন। ফলে ধোনিদের শক্তি ও দুর্বলতার সঙ্গে তিনি পরিচিত। অবশ্য তাঁরও শক্তি-দুর্বলতা জানেন প্রাক্তন সতীর্থরা। ফলে আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অশ্বিনের ভূমিকা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement