PAK vs AFG: ম্যাচ হারলেও গুরবাজের মন জিতলেন বাবর, উপহার দিলেন নিজের ব্যাটও
ICC World Cup 2023: গতকালের ম্যাচেও ৬৫ রানের ইনিংস খেলেছিলেন। রান তাড়া করতে নেমে প্রথমে গুরবাজের ব্যাটিংয়ের ওপর ভর করেই জয়ের ভিত গড়ে আফগান শিবির।
চেন্নাই: বিশ্বকাপে (ODI World Cup 2023) গতকাল পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। ২৮৩ রান তাড়া করতে নেমে ৮ উইকেট জয় ছিনিয়ে নিয়েছে আফগান শিবির। তবে ম্যাচ হারলেও খেলার শেষে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমনউল্লাহ গুরবাজকে নিজের ব্য়াট উপহার দিলেন বাবর আজম। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন গুরবাজ। গতকালের ম্যাচেও ৬৫ রানের ইনিংস খেলেছিলেন। রান তাড়া করতে নেমে প্রথমে গুরবাজের ব্যাটিংয়ের ওপর ভর করেই জয়ের ভিত গড়ে আফগান শিবির।
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজ়ম (Babar Azam)। যিনি নিজে এই ম্যাচে রানের মধ্যে ফিরলেন। আর এমন এক ম্যাচে ছন্দে ফিরলেন বাবর, যা পাকিস্তানের ক্রিকেটে কলঙ্ক বয়ে আনল।
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের (PAK vs AFG) বিরুদ্ধে তিন নম্বরে নেমে ৭৪ রান করলেন পাক অধিনায়ক। হাফসেঞ্চুরি ওপেনার আবদুল্লা শফিকেরও। ৫৮ রান করলেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে রান পেলেন শাদাব খান ও ইফতিকার আমেদও। ৩৮ বলে ৪০ রান করলেন শাদাব। ২৭ বলে ৪০ রান ইফতিকার আমেদের। দুজনকেই শেষ ওভারে ফেরান নবীন উল হক। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২৮২/৭।
লক্ষ্য ছিল ২৮৩ রানের। যে লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের ওপেনাররাই তুলে দিলেন ১৩০ রান। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা গিয়েছিল রহমানুল্লাহ গুরবাজ়কে। পাক বোলিংকে কোণঠাসা করে ফেলার কাজটা শুরু করলেন তিনিই। ৫৩ বলে ৬৫ রান করলেন। সঙ্গী ওপেনার ইব্রাহিম জাদ্রান তুলনামূলকভাবে ছিলেন সংযত। কিন্তু লক্ষ্যে অবিচল। ১১৩ বলে ৮৭ রান করেন তিনি। ওপেনাররাই জয়ের ভিত গড়ে দেন। যে ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাচ বার করে আনেন রহমত শাহ ও আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ৮৪ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন রহমত। হাশমাতুল্লাহ ৪৫ বলে ৪৮ রান করে ক্রিজে ছিলেন। ১ ওভার বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আফগানিস্তানের।
আরও পড়ুন- 'সার্জিকাল স্ট্রাইক' থেকে 'বেইজ্জতি' আফগানদের কাছে হেরে মিম-বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল