Amit Panghal: বক্সিংয়ের ফাইনালে অমিত, পদক জয় নিশ্চিত
CWG 2022: নীতুর পর এবার ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেললেন অমিত পাংহালও (Amit Panhal)।
বার্মিংহাম: ভারোত্তোলকদের পর বার্মিংহামে (Birmingham) ভারতীয় বক্সারদের দাপট। নীতুর পর এবার ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেললেন অমিত পাংহালও (Amit Panhal)।
পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে জাম্বিয়ার প্যাট্রিক চাইনেম্বাকে ৫-০ ব্যবধানে হারালেন অমিত। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় বক্সার।
ফাইনালে নীতুও
কমনওয়েলথ গেমসের (CWG 2022) বক্সিংয়ে মহিলাদের মিনিমামওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়ঙ্কা ধিলঁর মুখোমুখি হয়েছিলেন ভারতের নীতু (Nitu)। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সেই সঙ্গে বক্সিংয়ে একটি পদক নিশ্চিত করে ফেললেন।
কমনওয়েলথ গেমসে (CWG 2022) ইতিহাস প্রিয়ঙ্কা গোস্বামীর (Priyanka Goswami)। ভারতের প্রথম মহিলা রেসওয়াকার হিসাবে পদক জিতলেন তিনি। শনিবার ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর আগে ভারতের কোনও মহিলা রেসওয়াকে পদক পাননি। সে দিক থেকে উদাহরণ তৈরি করলেন প্রিয়ঙ্কা। তাঁর আগে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে একমাত্র হরমিন্দর সিংহ রেসওয়াকে ব্রোঞ্জ জিতেছিলেন।
শনিবার প্রিয়ঙ্কার হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে ২৭তম পদক এল। ব্যক্তিগত সেরা ফল করলেন প্রিয়ঙ্কা। ৪৯ মিনিট ৩৮ সেকেন্ডে ১০ হাজার মিটার সম্পূর্ণ করলেন প্রিয়ঙ্কা। এর আগে লং জাম্পে মুরলী শ্রীশঙ্কর ও হাই জাম্পে তেজস্বীন শঙ্কর পদক জিতেছিলেন। প্রিয়ঙ্কার হাত ধরে অ্যাথলেটিক্সে তিনটি পদক এল ভারতের ঝুলিতে।
কুস্তির ফাইনালে
ভারোত্তোলনের পর কুস্তি। ভারতকে ফের এক ঝাঁক পদকের স্বপ্ন দেখাচ্ছেন পালোয়ানরা। ভারোত্তোলন থেকে দশটি পদক এসেছিল ভারতের ঝুলিতে। কুস্তিতে শুক্রবারই এসেছিল ৬ পদক। আরও পদকের স্বপ্ন দেখাচ্ছেন পালোয়ানরা।
শনিবার মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল নর্ডিক বিভাগের প্রথম ম্যাচে সহজ জয় পেলেন ভারতের ভিনেশ ফোগত। কানাডার সামান্থা স্টুয়ার্টকে দাঁড়াতেই দেননি তিনি। সহজ জয় পান।
শনিবারই সেমিফাইনালে নাইজিরিয়ার আদেকুয়োরোয়ির মুখোমুখি হয়েছিলেন ভিনেশ। সেই ম্যাচেও চলল ভিনেশের দাপট। ভারতীয় পালোয়ানের কুস্তির প্যাঁচে ধরাশায়ী প্রতিপক্ষ। ৬-০ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেলেন ভিনেশ। সেই সঙ্গে কুস্তি থেকে আরও একটি পদক নিশ্চিত করে ফেললেন। এবার ফাইনালে সোনা জয়ের লক্ষ্য নিয়ে নামবেন তিনি।
আরও পড়ুন: পদক নিশ্চিত করার হাতছানি, সেমিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের