Commonwealth Games 2022: বাংলাদেশের প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন
Hussamuddin: বাংলাদেশের মহম্মদ সেলিম হোসেনের বিরুদ্ধে ৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের ম্যাচে নেমেছিলেন ভারতের হুসামুদ্দিন মহম্মদ। ম্যাচে ভারতীয় বক্সারের পক্ষে স্কোর ৫-০।
বার্মিংহাম: বাংলাদেশের মহম্মদ সেলিম হোসেনের (Md Salim Hossain) বিরুদ্ধে ৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের ম্যাচে নেমেছিলেন ভারতের হুসামুদ্দিন মহম্মদ (Hussamuddin)। দাপটের সঙ্গে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন ভারতীয় বক্সার।
একপেশে জয়
ভারতীয় বক্সারের পক্ষে স্কোর ৫-০। এই ম্য়াচে জয়ের ফলে তিনি ২২তম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ফেদারওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। প্রসঙ্গত, এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার আমজোলেলে দেয়েইকে হারিয়েছিলেন ভারতীয় বক্সার। গোল্ড কোস্টে গত বারের কমনওয়েলথ গেমসেও ভাল পারফর্ম করেছিলেন হুসামুদ্দিন। চার বছর আগে এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
এবার সেই কীর্তির পুনরাবৃত্তির ঘটানোর দিকে আরও একধাপ এগিয়ে গেলেন ২৮ বছর বয়সি নিজামাবাদের বক্সার। অবশ্য এবার আর ব্রোঞ্জ নয়, এবার নিশ্চয়ই সোনা জয়ের লক্ষ্যেই এগোতে চাইবেন হুসামুদ্দিন। আজকের দিনটা ভারতীয় বক্সিংয়ের জন্য এখনও অবধি কিন্তু বেশ ভালই কেটেছে শুধু হুসামুদ্দিন একা নন, আজকেই অমিত পাংহালও নিজের ৫১ কেজি বিভাগের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেছেন।
জিতেছেন অমিত পাংগালও
গতি ও ফুর্তির মিশ্রণে ভারতীয় বক্সার অমিত প্রতিপক্ষকে নিজের 'পাঞ্চ'-এই কুপোকাত করে দেন। তার বিরুদ্ধে তো তেমন লড়াই করতে পারলেন না ভেনাউতুরের নামরি বেরি। একপেশে ম্যাচ ৫-০ ম্যাচ জিতে নেন অমিত। এই জয়ের ফলে তিনি ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022 ) ৫১ কেজি বিভাগে বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। আর এক ম্যাচ জিতলেই পদক সুনিশ্চিত হয়ে যাবে ভারতীয় বক্সারের।
২৬ বছর বয়সি অমিত ২০১৮ সালে গোল্ড কোস্টে লাইট ফ্লাইওয়েট বিভাগে পদক জিতেছিলেন। সেইবার তার ভাগ্যে এসেছিল রুপোর পদক। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুবাইয়েও রুপো জিতেছিলেন হরিয়ানার বক্সার। তবে টোকিওতে হতাশাজনক পারফর্ম করেছিলেন অমিত। তিনি একেবারেই নিজের প্রতিভা তুলে ধরতে পারেননি। এবার সেই হতাশা ভুলে নিজেকে মেলে ধরতে বদ্ধপরিকর হবেন তিনি।
আরও পড়ুন: ৭ ঘণ্টার প্র্যাক্টিসে বাজিমাত, প্রধানমন্ত্রীর কথা রেখে এবার সিনেমা দেখতে চান অচিন্ত্য