CWG 2022: লন বলে বার্মিংহামে ভারতের দাপট চলছে
CWG Lawn Bowl: লন বলে (Lawn Bowl) ভারতীয়দের দাপট চলছে। চলতি কমনওয়েলথ গেমসের আগে দেশের অনেকে হয়তো যে খেলার নামই শোনেননি, সেই খেলাতেই পদক এসেছে ইতিমধ্যেই।
বার্মিংহাম: লন বলে (Lawn Bowl) ভারতীয়দের দাপট চলছে। চলতি কমনওয়েলথ গেমসের আগে দেশের অনেকে হয়তো যে খেলার নামই শোনেননি, সেই খেলাতেই পদক এসেছে ইতিমধ্যেই। বুধবার লন বলে পুরুষদের সিঙ্গলসের সেকশন ডি রাউন্ড টুয়ের ম্যাচে ভারতের মৃদুল বরগোহাঁই জিতেছেন। তিনি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ক্রিস লকি-কে হারিয়েছেন।
অন্যদিকে, মহিলাদের পেয়ার্স সেকশন বি রাউন্ড টুয়ের ম্যাচে নিউয়েকে ২৩-৬ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। ফলে লন বলে চলতি কমনওয়েলথ গেমস থেকে ভারতের আরও পদক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
লভপ্রীতের ব্রোঞ্জ
চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)) ভারোত্তোলনে ফুল ফোটাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। বার্মিংহামে ভারতীয় ভারোত্তোলকরা ইতিমধ্যেই আটটি পদক দিয়েছেন দেশকে । বুধবার, কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে সকলের নজর ছিল লভপ্রীত সিংহের (Lovepreet Singh) দিকে । যিনি পুরুষদের ১০৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন । ব্রোঞ্জ জিতে সকলের আস্থার মর্যাদা রাখলেন লভপ্রীত ।
হাড্ডাহাড্ডি লড়াই
স্ন্যাচে শুরুটা দারুণ করেছিলেন লভপ্রীত । ভারতীয় অ্যাথলিট প্রথম প্রচেষ্টায় ১৫৭ কেজি ওজন তোলেন তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় আরও ৪ কেজি ওজন বাড়িয়ে ১৬১ কেজি সাফল্যের সঙ্গে তুলে নেন লভপ্রীত । তৃতীয় প্রচেষ্টায় ১৬৩ কেজি ওজন তোলেন তিনি । তবে স্ন্যাচে লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। স্ন্যাচ বিভাগের পর তিন নম্বরে ছিলেন লভপ্রীত ।
ক্লিন অ্যান্ড জার্কেও দুরন্ত পারফর্ম করেন লভপ্রীত। প্রথম প্রচেষ্টায় ১৮৫ কেজি ওজন তোলেন তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় ৪ কেজি ওজন বাড়িয়ে ১৮৯ কেজি তোলেন লভপ্রীত। তখনও পর্যন্ত তিনিই তালিকার এক নম্বরে ছিলেন। তৃতীয় প্রচেষ্টায় লভপ্রীত আরও তিন কেজি ওজন বাড়িয়ে ১৯২ কেজি তোলেন। যা নতুন ভারতীয় রেকর্ড। সব মিলিয়ে ৩৫৫ কেজি ওজন তোলেন লভপ্রীত।
বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে মঙ্গলবার ভারতকে অষ্টম পদক এনে দিয়েছিলেন বিকাশ ঠাকুর (Vikas Thakur)। ২৮ বছর বয়সি ভারতীয় ৯৬ কেজি বিভাগে রুপো জেতেন। দেশকে নবম পদক দিলেন লভপ্রীত। যিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।
আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন