CWG 2022 Judo: আশা জাগিয়েও পারলেন না দীপক, জুডোর কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়
CWG 2022: পুরুষদের ১০০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেও হেরে গেলেন দীপক। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে।
বার্মিংহাম: আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না ভারতের জুডোকা দীপক দেশওয়াল (Deepak Deswal)। পুরুষদের ১০০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেও হেরে গেলেন দীপক। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে।
বুধবার প্রথম ম্যাচে ক্যামেরনের এরিক জিন সেবাস্তিয়েন ওমবাকে হারিয়ে দেন দীরপক। রাউন্ড অফ সিক্সটিনে ইপ্পন প্যাঁচে প্রতিপক্ষকে কাবু করেন তিনি। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে ম্যাচ জিতে নেন। কোয়ার্টার ফাইনালে উঠে অবশ্য হেরে গেলেন দীপক। জুডোতে এখনও চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) পর্যন্ত দুটি পদক জিতেছে ভারত। এল সুশীলা দেবী রুপো জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন বিজয় কুমার।
Deepak is ready for his event today at #CommonwealthGames2022 🥋
— SAI Media (@Media_SAI) August 3, 2022
We wish him all the very best 👍
Let's #Cheer4India 🇮🇳#IndiaTaiyaarHai 🤟#India4CWG2022 pic.twitter.com/qHYpP6dWuC
ভারোত্তোলনে পদকের দৌড়
ভারোত্তোলনে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে ভারতকে অষ্টম পদক এনে দিলেন বিকাশ ঠাকুর (Vikas Thakur)। ২৮ বছর বয়সি ভারতীয় ৯৬ কেজি বিভাগে রুপো জিতলেন।
'স্ন্যাচ'-এ ১৫৫ কেজি ও 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১৯১ কেজি, মোট ৩৪৬ কেজি ভারোত্তোলন করে দ্বিতীয় হলেন বিকাশ ঠাকুর। ভারতের মোট পদক সংখ্যা পৌঁছল ১২-তে। অবশ্য এই প্রথম নয়, বিকাশ ঠাকুর এর আগের দুই কমনওয়েলথে গেমসেও পদক জিতেছিলেন। ২০১৪ সালে গ্লাসগোয় তিনি রুপো জিতেছিলেন। চার বছর আগে গোল্ড কোস্টে এসেছিল ব্রোঞ্জ। এবার ফের ব্রোঞ্জ জিতলেন ভারতীয় ভারোত্তলক।
এবারে বার্মিংহামে বিকাশের আগেও ধারাবাহিকভাবে পদক এনে দিয়েছেন ভারতীয় ভারোত্তোলকরা। মীরাবাঈ চানু, জেরেমি লালরিনুণগা, বাংলার অচিন্ত্য শিউলিরা নিজেদের বিভাগে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন। সঙ্কেত সাগর, হারজিন্দর কৌররাও পদক জিতেছেন। বিকাশ রুপো জেতায় সেই সংখ্যা গিয়ে দাঁড়াল আটে। বিকাশ একা নন, ভারতীয় দল তার আগেও আজ বেশ বড় সাফল্য পেয়েছে।
আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন